Today 27 May 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এক অধ্যায়~

লিখেছেন: হরিশঙ্কর রায় | তারিখ: ১৯/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 937বার পড়া হয়েছে।

এক অধ্যায় লেখে রাখি-
গহীনে ডুব দিয়ে দ্যাখো,
কতটা অতল ?
তবু
জানার ইচ্ছে থেকে
এ ডুব-সাঁতার ।

এক জীবন কতটুকু ?
আলোকবর্ষ তো নয় !
নিমেষেই লেখে ফেলি
সৃষ্টি ও প্রলয়ের মহাকাব্য ।
অথচ আঁধার না পেরোতেই কেন
সুখতারার ডুবে যাওয়া ?

সে তুমি বুঝতে পারো,
হয়তো আমিও;
এক জীবন কল্পনায় লেখা হয়
—–সব এলোমেলো ।

ভাবনার এ অন্তর্মুখীতায়
আমি যেন নিদ্রাগত !
আর তুমি ডাকতে ডাকতে ব্যাকুল–

একজীবন এ এক অল্প সময়
তবু জানা হয় না কিছুই তার !
তবুও লেখে রাখার অদম্য ডুব-সাঁতার–

তোমার প্রতিটি উচ্ছ্বাসে জেগে ওঠি,
ভাবতে ভাবতে লেখা হয় এক অধ্যায় আর
তোমার আকাঙ্খা বেড়ে যায় শুধু ।

আমি কী আর অমন করে গুছিয়ে
লিখতে পারি !

১৮ ডিসেম্বর, ১৪ ॥
কুষ্ণকুঞ্জ, রংপুর ॥

৯০৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকার প্রত্যাশায়...
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ১৮৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-০১ ০৩:০০:৪৩ মিনিটে
Visit হরিশঙ্কর রায় Website.
banner

৫ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আমি কী আর অমন করে গুছিয়ে
  লিখতে পারি !

  আমি কি আর গুছিয়ে মন্তব্য করতে পারি ?
  ভালো লাগে তাই শুধু বলি ভালবাসি।

 2. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

  অনেক ধন্যবাদ দাদা সহিদুল ইসলাম । ভালো থাকবেন নিরন্তর ।

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর

 4. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

  অনেক ধন্যবাদ দাদা দীপঙ্কর বেরা। ভালো থাকবেন নিরন্তর ।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন মুগ্ধ
  ,,,,,,,,,,,,,,,,,ভাল ভাবনার প্রয়াস
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top