Today 05 Jun 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এক জীবনের কষ্ট

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ২৭/০৭/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1182বার পড়া হয়েছে।

0166333

 

— জসিম উদ্দিন জয় —

কতটা কষ্ট পেলে আত্মহত্যার বদলে ঘুমিয়ে যায়।
আসমানের ফুট ফুটে চাদঁটি হয়ে যায় অচেনা অজানা ।
সূর্য্যদয়-সূর্য্যাস্ত দিন-রাত কোনটাই মনে থাকে না ।
অপালক দৃষ্টিতে শুধুই অন্ধকারের দিকে চেয়ে থাকা ।
ক্ষুদা নেই, কষ্ট খেতে খেতে সব নষ্ট হয়ে গেছে ।
নষ্ট হয়েছে উজ্জ্বল নিষ্পাপ মুখটি,
নষ্ট হয়েছে নিষ্পালক মুগ্ধ দুটি চোখ
যে চোখে পৃথিবীর সকল আনন্দ খেলা করত,
শ্রেষ্ঠ ভালোবাসা গুলো খুঁেজ বেড়াতো ।
নষ্ট হয়েছে বিশ্বাস.. . . . . . .. .  .
সাত জন্মের ভালোবাসার বিশ্বাস ।
নষ্ট হয়েছে ১ যুগের ঘর সংসার।
তন্য তন্য করে কুঁিড়য়ে আনা ভালোবাসার বসতি।
কেন এমন করলে …
নষ্ট করলে আমায়
একজীবনে কতটাইবা কষ্ট দিবি
তপ্ত হৃদয় ছিরে তুই রক্ত নিবি,
তুই যে আবার আমারই হবি।
সহায় সম্বল ছিন্ন করে সবই নিবি,
একজীবনে কতটাইবা কষ্ট দিবি।
একজীবনে কতটাইবা নষ্ট হবো,
হৃষ্টে পুষ্টে লালন করে কষ্ট পাবো,
সেই তো আবার
দৃষ্টিহীন তোর ভূ’বনে আমিই রবো।
ভালোবাসার তোর স্থান ছিলো সবার আগে ।
আমার এখন চাদঁ দেখতে খারাপ লাগে ।
নিজের ছায়ায় চমকে উঠি কষ্ট জাগে।
ভু’ল ঠিকানায় চিঠি লিখি রাগে অনুরাগে।
ভু’ল করেছি ভালোবেসে খুন করেছি হৃদয়
যেতে চাস চলে যা  খোলা আছে দরজা সদয় ।
কার কাছে তুই…. যাবি আমার,
বাধবি কিসের ঘর
যার কাছে তুই …. যাবি আমার
দেখবি সে ভিষন পর ।
সেই তো আবার আমার হবি
এক জীবনে কতটাইবা কষ্ট দিবি। ….

১,১৭৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

৩ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর হয়েছে লেখা শুভেচ্ছা রইর

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    খুব সুন্দর

  3. রুবাইয়া নাসরীন মিলি মন্তব্যে বলেছেন:

    চমৎকার কাব্য

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top