Today 20 Feb 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এক বুক আঁধারে সহবাস

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ১০/০৫/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 775বার পড়া হয়েছে।

বিকেলের সোনা রোদ আলগোছে ঝরে পড়ে
লালিমারা লুকায় মুখ ঘন কাল মেঘের অমসৃণ ডানার ভিতর
অতঃপর ব্যথায় কাতর নিষ্পাপ মুখ গুলি
দুঃস্বপ্নের ঘেরা টোপে গুয়ান্তানামোর কারাগারে যুগলবন্দি
নিছক বসবাস; এক বুক আঁধারে সহবাস
ক্ষণে ক্ষণে পাথর সুখে, ধুঁকে ধুঁকে মরে
তাঁর ছিঁড়ে বেরিয়ে যাওয়া আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা !
হাজার বছরের জমে থাকা বরফ ক্ষোভ গুলি
উন্মাদের মত, ভবঘুরে শেওলার মত ছড়িয়ে ছিটিয়ে পড়ে !
কোথাও কেউ আছ কি কুঁড়িয়ে নেবে বলে ?
আমার কাছে আছে রাশি রাশি অন্ধকার
নতুন, পুরাতন, কম দামি, বেশি দামি, স্বচ্ছ স্ফটিকের মতন
হেরোঢোটাসের জন্মেরও অনেক আগের
সেই প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে
তোমার অনাগত বংশধর !
গাঙ্গেয় উপত্যাকার সুলভ বালির দরে
আজই, এখনই কিনে নিতে পার যে কেউ !
যে কোন অমাবশ্যা অথবা পূর্ণিমা তিথিতে !
অতঃপর তোমার পালে দেখো কেমন হাওয়া লাগে
কালো রঙ জল ছবি নিমিষেই বদলে দেবে তোমার ছায়াছবি !

৮৩০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  সকল সম্মানিত পাঠক ভাই- বোনদের প্রতি বিনীত আবেদন এই যে, আসুন আমরা চলন্তিকাকে আবার আগের মত প্রাণবন্ত করে তুলি —- ।।

 2. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতা সুন্দর লেগেছে।শুভেচ্ছা রইলো।

 3. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  বিকেলের সোনা রোদ আলগোছে ঝরে পড়ে
  লালিমারা লুকায় মুখ ঘন কাল মেঘের অমসৃণ ডানার ভিতর
  অতঃপর ব্যথায় কাতর নিষ্পাপ মুখ গুলি
  দুঃস্বপ্নের ঘেরা টোপে গুয়ান্তানামোর কারাগারে যুগলবন্দি।চমৎকার জসীম ভাই।শুভেচ্ছা রইল।ভাল থাকবেন।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অতঃপর তোমার পালে দেখো কেমন হাওয়া লাগে
  কালো রঙ জল ছবি নিমিষেই বদলে দেবে তোমার ছায়াছবি !

  অনেক সুন্দর লেখা

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতা সুন্দর লেগেছে।
  শুভেচ্ছা রইল

 6. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কালো রঙ জল ছবি নিমিষেই বদলে দেবে তোমার ছায়াছবি !
  ভালো লাগলো বর্ণনা, ভালো লাগলো কবিতা, ভালো থেক কবি।

 7. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর কবিতা।
  শুভকামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top