Today 18 Apr 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এক বৃদ্ধ যুবকের রোজ নামচা

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ১২/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 784বার পড়া হয়েছে।

এই অপয়া সময়ের হাত ধরেই ঘুমুতে যাই হররোজ
কেবল মনে হয়
এই বুঝি সব শেষ
আমার প্রিয় পৃথিবীর অবাক ভালোবাসা!
এখনই বুঝি মাথার উপর নেমে আসবে যমদূতের দোসর
আর মুহূর্তেই উড়ে যাবে প্রিয়তম মাথার খুলি
আকণ্ঠ তৃষ্ণায় এইভাবে লিখে রেখে যাই
আমার রোজ নামচা —
যদি ইতিহাস দেখে
হেরোডটাস যদি ফিরে আসে
এই বধ্যভুমিতে
যেখানে একটি শতবর্ষী বৃক্ষের
কাণ্ড, ফুল, ফল, লতা-পাতা
সব, সব, সব এক সাথে —–
কবির কী সাধ্য আছে এই মহাকাব্য লিখে!
চোখের সামনে বুকের পাঁজর চিল শকুনে কুঁড়ে কুঁড়ে খায়
বার বার ফিরে ফিরে আসে ক্রুসেড
কেউ দেখে না
ইতিহাস লেখে না
অবাক পৃথিবী তুমি
অবাক তোমার ভালোবাসা
জন্ম তব দিয়েছিলে যদি মাথা গোঁজার ঠায় টুকু কেন দিলে না!
দিলে না এক দণ্ড প্রশান্তির চুম
চতুর্দশী রাতে জোনাক বাতির ঘুম
লাওয়ারিশ কুকুর বিড়াল তারাও তো বেশ আছে
শুধু আমি নেই
কেহ নেই
নেই ——- !!

৭৭৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১৫ টি মন্তব্য

 1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগল কবিতাটি । শুভেচ্ছা রইল । ভাল থাকুন ।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Khub sundar gochhano kobita
  bhalo laglo

 3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ।

 4. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  সুন্দর।ভাল লাগল।।

 5. রাজিব সরকার মন্তব্যে বলেছেন:

  যেখানে একটি শতবর্ষী বৃক্ষের
  কাণ্ড, ফুল, ফল, লতা-পাতা
  সব, সব, সব এক সাথে —–
  কবির কী সাধ্য আছে এই মহাকাব্য লিখে……বাহ

 6. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  আমার প্রিয় পৃথিবীর অবাক ভালোবাসা!
  এখনই বুঝি মাথার উপর নেমে আসবে যমদূতের দোসর
  আর মুহূর্তেই উড়ে যাবে প্রিয়তম মাথার খুলি
  আকণ্ঠ তৃষ্ণায় এইভাবে লিখে রেখে যাই
  +++++++++++++

  চমত্কার কবিতা লিখে এই ভাইয়া টা। অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য। ভাল থেক।

 7. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ ও শুভেচ্ছা নিও।

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  লাওয়ারিশ কুকুর বিড়াল তারাও তো বেশ আছে
  শুধু আমি নেই
  কেহ নেই
  নেই ——- !!

  যেভাবে আছেন ভালই আছেন। বলেন শুকর আলহামদুলিল্লাহ।
  আপনাএ

 9. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আপনার চেয়েও খারাপ থাকা লোকজনের সং্খ্যা নেহায়েত কম নয়

 10. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  একটা কবিতা কি শুধু নিজের জন্য লেখা হয় আপু ? কক্ষনো না; এটা সমাজের, দেশের, সকল মানুষের !
  কোন ব্যক্তি কেন্দ্রিক নয় ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top