Today 20 Sep 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এখনও রয়েছি দু’হাত বাড়ায়ে

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ১২/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 754বার পড়া হয়েছে।

তোমার এক আঁচড়েই ভেঙে যাব
অমন মোমের পুতুল আমি নই
বড় শক্ত ধাতুতে গড়া ক্যালকুলাস
একদিন সব ছিল
রুপালি জোসনায় ভিজার গল্প
পানকৌড়ির মত ডুব সাঁতার
হংস মিথুনানন্দ
এক ফুতকারেই নিবে গেল সব বাতি
আচম্বিতে নেমে এলো আঁধার রাতি
আমিও কম না
আমিও গুনে রেখেছি আঙুলের গিঁট
কনিষ্ঠা থেকে বৃদ্ধাঙ্গুলি
এখনও উঠাইনি শপথের কালিঘাট
ধরে রেখেছি শক্ত করে
উড়ন্ত সময়
ঘুড়ির মত যত দূরে খুশি যাও
শুধু মনে রেখো
আমারও আছে লাটাই
একবার সুতোয় টান পড়িলে
তোমার কথা ভেবে আমার খুব কষ্ট হয়
এখনও ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনেই
যাত্রী সবার গোছগাছ শেষ
সাদা নিশান উড়িয়েছে স্টেশন মাস্টার
আর
আমি এখনও রয়েছি দু’হাত বাড়ায়ে!!

৭৪১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  বড় শক্ত ধাতুতে গড়া ক্যালকুলাস——- ক্যালকুলাস বলে কোন ধাতু নাই । ভাল হয়েছে;

 2. খন্দকার মোঃ আকতার-উজ-জামান সুমন মন্তব্যে বলেছেন:

  ফিরে আসবেনা তবুও ফিরে আসার অপেক্ষা করাটাই প্রকৃত ভালোবাসার লক্ষণ।

 3. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  ভাল লাগলো দাদা

 4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বেশ
  ভাল লেখা
  ভাল লাগল

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  নাটাই ধরে টান দেন অবস্যইভাসবে
  লেখা ভাল লাগল।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  চমৎকার
  মুগ্ধকর লিখনী ভালই লাগলো ,,,,,,,,,,
  খুব ই….. সুন্দর
  শুভ কামনা থাকলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top