Today 06 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“এখনো কি ভালবাসো?”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ০৬/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 886বার পড়া হয়েছে।

কোনো এক কালে তুমি আমার কবিতা ভালবাসতে, এখনো  কি ভালবাসো?
আমার কবিতার প্রেম এখনও কি তোমার হৃদয় খাঁচায় পুষো?

আমাকে ভালবাসনি সে আমি জানি তবে ভালবেসেছিলে আমার কবিতা।

আমার কলমের সন্তানের প্রতি তোমার ছিল ভালবাসার তীব্রতা।

এখনও কি সে ভালবাসা আছে অক্ষত অটুট?

নাকি আমার মত আমার কবিতাও আজ অপাংতেয় চিরকুট?

 

খদ্দের যেমন শুধু ভালবাসে গতরের ছন্দময় ঢেউ তবে ভালবাসে না পতিতা।

তুমি আমাকে ভালোবাসো নি-ভালবেসে ছিলে শুধু আমার কবিতা।

সৃষ্টিকর্তাকে ভালবাসনি;নাস্তিকের মত ভালবেসেছিলে শুধু কবিতা।

সৃষ্টির প্রতি তোমার প্রেম ছিল তবে আমার প্রতি ছিল শুধু বৈরিতা।

আমি বিভ্রান্ত হয়েছিলাম ;দুয়ে  দুয়ে ভেবেছিলাম চার।

কবিতার মত আমার জন্য বুঝি এসেছিল প্রেমের জোয়ার।

ছিল না তা এতোটা সরল;আমি  কষে ছিলাম ভুল অংক।

তোমার হিয়ায় আমার কবিতা স্থান পেয়েছিল;আমি ছিলাম ঠুনকো।

এখনও কি তুমি আমার কবিতা ভালবাস?নাকি আমার কবিতাকেও দিয়েছ তালাক?

তবে কি অবলুপ্ত হয়েছে আমার কবিতার প্রতি তোমার প্রেমের সোহাগ?

অথচ কোনো এককালে ছিল আমার কবিতা তোমার হিয়ার প্রশান্তির নিয়ামক।

আমার কবিতা ছিল তোমার প্রফুল্লতার স্বীকৃত বিধায়ক।

 

আমি তো কবিতা চাষি;প্রান্তিক কৃষকের মত বরাবর অবমূল্যায়িত।

আমার কবিতায় হৃদয়ের ক্ষুধা মিটিয়ে আমাকে করেছিলে বঞ্চিত।

তবুও কংকালসার কৃষকের মত নিত্য করেছি কবিতা চাষ।

আমার কবিতার প্রতি তোমার ভালবাসা দেখে আমি পেয়েছি উচ্ছ্বাস।

তবে এখনও কি সেই ভালবাসা আছে?নাকি সময়ের ধুলো পরে হয়েছে ফ্যাঁকাসে মলিন?

নাকি নতুন বিজ্ঞপ্তির চাপে পরে ভালবাসার নোটিশ বোর্ড থেকে হয়েছে বিলীন?

মনে হয় আমার মত আমার কবিতাও তোমার সীমানা থেকে হয়েছে বিতাড়িত।

আমিও না আমার কবিতাও না;কেউ-ই নই আর তোমার ভালবাসার ঘরে অলংকৃত।

৯১৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  কোনো এক কালে তুমি আমার কবিতা ভালবাসতে, এখনো কি ভালবাসো?
  আমার কবিতার প্রেম এখনও কি তোমার হৃদয় খাঁচায় পুষো?

  কোন এক কালে যখন কবিতা ভাল বাসত এখনও বাসার ই কথা।কাগজের লেখা বক্তব্য চোখ থেকে কথন শ্রবন নিশ্চয় হৃদয়ের মনিকোঠায় স্থান করেছে।

  ভাল লেগেছে প্রেমের কবিতা ।ধন্যবাদ এবং শুভকামনা থাকল।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  সুন্দর সাবলীল কবিতা

  অনেক ভাল লাগা।

 3. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

  “নাকি নতুন বিজ্ঞপ্তির চাপে পরে ভালবাসার নোটিশ বোর্ড থেকে হয়েছে বিলীন?

  মনে হয় আমার মত আমার কবিতাও তোমার সীমানা থেকে হয়েছে বিতাড়িত।

  আমিও না আমার কবিতাও না;কেউ-ই নই আর তোমার ভালবাসার ঘরে অলংকৃত।”………………………..দুঃখিত এই কয়েকটা লাইন বাদ পরে গিয়েছিল।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  এইডা কিছু হইল । কবিতা পছন্দ করলে তো কবিকেও পছন্দ করার কথা

  ভাল লাগল কবিতা অনেক অনেক অনেক

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  সুন্দর সাবলিল লিখা আপনার

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top