Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এমন যদি

লিখেছেন: অনিরুদ্ধ বুলবুল | তারিখ: ১০/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1805বার পড়া হয়েছে।

এমন যদি হতো

তাহার মনের আরশি চোখে কাজল টেনে দিতো?

 

এমন যদি হতো

ভালবাসার অশ্রু তাহার আমার চোখে ঝরতো?

 

এমন যদি হতো

জোছনা রাতে প্রিয়া আমার কাশফুলেতে উড়তো?

 

এমন যদি হতো –

উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় প্রাতে ঘুম পালিয়ে যেতো?

 

এমন যদি হতো –

তাহার হাতের কাপে’র সুধা চুমুক হয়ে ঝরতো?

 

এমন কেন হয় না

আঁধার রাতে জোনাক আলো ঘরে ফোটে রয় না?

 

এমন কেন হয় না

মাধুরীমার মধুর কথায় বুকের জ্বালা রয় না?

 

এমন কেন হয় না

তাহার ব্যথা আমার বুকে গুমরে উঠে কান্না?

 

এমন কেন হয় না

আমার মনের কথামালা তাহার ঠোঁটের ঝরনা?

 

এমন কেন হয় না

তাহার কথার ফোঁড়ন জ্বালা মনকে অবশ করে না?

 

এমন কি গো হবে

সুখ বিলাসের সাত কাহনে ভাবনা মধুর হবে?

 

এমন কি গো হবে

ফড়িং পাখায় চড়ে প্রিয়ে স্বপ্ন পাড়ি দিবে?

 

এমন কি গো হবে

প্রিয়ার হাতের তাল পাতাতে শরীর শীতল হবে?

১,৭৭৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
কৈফিয়ত - তোমরা যে যা-ই ব'ল না বন্ধু; এ যেন এক - 'দায়মুক্তির অভিনব কৌশল'! যেন-বা এক শুদ্ধি অভিযান - 'উকুন মেরেই জঙ্গল সাফ'!! প্রতিঘাতের অগ্নি-শলাকা হৃদয় পাশরে দলে - শুক্তি নিকেশে মুক্তো গড়ায় ঝিনুকের দেহ গলে!! মন মুকুরের নিঃসীম তিমিরে প্রতিবিম্ব সম - মেলে যাই কটু জীর্ণ-প্রলেপ ধূলি-কণা-কাদা যত। রসনা যার ঘর্ষনে মাজা সুর তায় অসুরের দানব মানবে শুনেছ কি কভু খেলে হোলি সমীরে? কাব্য করি না বড়, নিরেট গদ্যও জানিনে যে, উষ্ণ কুসুমে ছেয়ে নিয়ো তায় - যদি বা লাগে বাজে। ব্যঙ্গ করো না বন্ধু আমারে অচ্ছুত কিছু নই, সীমানা পেরিয়ে গেলে জানি; পাবে না তো আর থৈ। যৌবন যার মৌ-বন জুড়ে ঝরা পাতা গান গায় নব্য কুঁড়ির কুসুম অধরে বোলতা-বিছুটি হুল ফুটায়!! ভাল নই, তবু বিশ্বাসী - ভালবাসার চাষবাসে, জীবন মরুতে ফুটে না কো ফুল কোন অশ্রুবারীর সিঞ্চনে। প্রাণের দায়ে এঁকে যাই কিছু নিষ্ঠুর পদাবলী: দোহাই লাগে, এ দায় যে গো; শুধুই আমার, কেউ না যেন দুঃখ পায়।
সর্বমোট পোস্ট: ১৪৩ টি
সর্বমোট মন্তব্য: ২৪২২ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০২-১৪ ০২:৫৯:৫৩ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    এমন কি গো হবে

    সুখ বিলাসের সাত কাহনে ভাবনা মধুর হবে?

    হবে হবে বিশ্বাস আর আশা রাখুন

    সুন্দর লিখেছেন

  2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ কবি।
    প্রীতি ও শুভেচ্ছা জানবেন।

  3. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    পূর্ণ হোক সকল চাওয়া,ভালোলাগা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top