নোটিশ
ও আমার পুঁজি
এই লেখাটি ইতিমধ্যে 1054বার পড়া হয়েছে।
জীব খেয়ে জীবের বাঁচা
ফেলে যায় শুধুই খাঁচা
সবই মিছা-এটাই হাচা।
ক্ষণে মরে ওরা
ক্ষণে মরি মোরা
হয়না আর ফেরা
থাকে সে অধরা!
জাহেরীর এ ধারা
বাতেনীতে মরা
শুধুই বাঁচা মরা!
বুঝি নাইবা বুঝি
নিজে নিজে যুঝি
তাকে আমি খুঁজি
ওটাই আমার পুঁজি
ওকেই আমি খুঁজি।
১,০৮২ বার পড়া হয়েছে
ক্ষণে মরে ওরা
ক্ষণে মরি মোরা
ভাল লাগলো।
মালেক ভাই, সালাম। আপনার ভালো লাগায় অনুপ্রাণিত হলাম । ভালো থাকুন সতত।
ছড়াটি সুন্দর হয়েছে । ভাল লাগলো । কিন্তু মাত্রা বিভ্রাটের কারণে ছন্দ পতন ঘটেছে । শুভ কামনা ।
রহমান ভাই, আমি জানি ‘মাত্রা’ হলো- আবৃত্তিকালীন সময়ে বা পাঠকালীন সময়েে একেকটি অক্ষর উচ্চারণের নিম্নতম কালকে বুঝায় । সেই অনুযায়ী এখানে কোন ব্যাত্যয় ঘটেছে বলে আমার নজরে পরছেনা । তাই বিনীত অনুরোধ-কোথায় মাত্রা বিভ্রাট ঘটেছে তা সুনিদ্রিষ্টভাবে উল্লেখপূর্বক জানাতে। আপনাকে ধন্যবাদ ।
ক্ষণে মরে ওরা
ক্ষণে মরি মোরা
হয়না আর ফেরা
থাকে সে অধরা!
সুন্দর ছড়া । শুভ কামনা
আরজু মূন, শুভাশীর্বাদ আপনাকে । আপনার ভালো লাগা, আমারও ভালো লেগেছে । ভালো থাকুন নিরন্তর ।
দরুন লেখনীতে চমৎকার কবিতা। খুবই ভালো লেগেছে। শুভকামনা সবসময়।
বেশ ছন্দময়
ভাল হইছে