Today 20 Sep 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কচি ঘাসের মায়া

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ০৩/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1009বার পড়া হয়েছে।

জন্মের প্রথম প্রহরেই
আমার বুকের ভিতর জন্ম নিয়েছিলে আরেক তুমি
সেই আমিও তখন কচি ঘাস
সহসাই
আমার দৃষ্টি কেড়ে নিয়েছিল এক পূর্ণিমা শশী
অতঃপর
কত দোলনা দুপুর
রেশম হামাগুড়ি
ধুমকেতু স্কুল বেলা
স্বর্গের সুখ বাতি এনে দিয়েছিল
ভাঙা হাতের লেখা প্রথম ভাঙা ভাঙা চিঠি
অতঃপর
মাতাল পদ্মার খামখেয়ালিতে ভেঙে গেল সব,সব
পুতুলের বিয়ে
সজনে পাতার টুনটুনি ঘর
জোসনা ভেজা বউচি রাত
সেই যে গেল, আর ফিরে এলো না
এখনও আমি
এক পায়ে দাঁড়িয়ে থাকা পিতৃ তাল গাছটির নিচে দাঁড়িয়ে
অপলকে দেখি
বেত ফলের ঝোপ
সাপের খোলস
ডাহুকের পদচিহ্ন
সব কিছু আছে অনেকটা আগের মত
শুধু
তুমি নেই
জ্বর বেলায় আমার আগুন কপালে
তোমার কোমল হাতের স্পর্শ নেই
নেই —
নেই—!!

৯৮৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১৬ টি মন্তব্য

 1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  জন্মের প্রথম প্রহরেই
  আমার বুকের ভিতর জন্ম নিয়েছিলে আরেক তুমি
  সেই আমিও তখন কচি ঘাস
  সহসাই
  আমার দৃষ্টি কেড়ে নিয়েছিল এক পূর্ণিমা শশী

  কে এই পূর্নিমা শশী জসীম ভাইয়ের দৃষ্টি নিল কেড়ে।অনেক মিষ্টি পরিচ্ছন্ন আবেগের কবিতা লিখেছ জসীম ভাই।অনেক ভাললাগা কবিতায়।শুভেচ্ছা ভালবাসা জেন।ভাল থাকবে কেমন।

 2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  তোমার মেয়ে না ছেলে?

 3. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

  জসীম ভাই, লেখাটা খুব সুন্দর

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।

 5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  একেবারে অতীব সুন্দর লেখা
  কাব্যে মন ভরে যায় ।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কষ্টের কবিতা। ভাল লাগল

 7. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো কবিতাটি। ‘কচি ঘাসের মায়া’ নামটাও ভালো লাগলো।

 8. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  :-) অনেক ভাল লাগল।

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  khub valo kobi jasim bhi moughtha holam pore darun

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top