Today 11 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“কত আর?”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ০৯/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1116বার পড়া হয়েছে।

কত আর?

পাহাড়সম ভার।

হাঁটুতে ধরেছে ঘুণ।

উৎসাহের বয়স নহে আর তরুণ।

 

বাঁধের নিচ হয়েছে ফাঁপা খোলস।

সামর্থ্যের গায়ে অনিচ্ছায় ভরা অলস।

ধস নামার গুছানো আয়োজন।

ভাঙ্গনের সাজানো উপকরণ।

 

ছায়াহীন কালো তিথি।

আলকাতরার লেপন দেয়া তকদীর বিধি।

নীতিবাণী সবি নিষ্ফলা।

ফাঁপা শূন্য গোলা।

নিরস হাহাকার।

অশ্রু বেকার।

কাঁপে না আরশ।

জিদের খুঁটি সরস।

 

এ যেন দুষ্ট জাদুর নগরী।

শয়তানের কালো ছায়া প্রহরী।

নিষিদ্ধ সভ্যতার ছবি।

পথ হারায় রবি।

 

কত আর?

এই আঁধার।

কত আর?

এই ভার।

কবে দিবে হুংকার?

কবে হবে অশুভ ছারখার?

১,১৯২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  চমৎকার লাগল কবিতা।আপনার কবিতায় যেটা পছন্দ করি একই সঙ্গে সাহস বিদ্রোহের সুর।অন্যায়ের প্রতি প্রতিবাদের স্বর এর পরে যখন দেখছেন প্রতিবাদে হচ্ছেনা এখন ও কোন ফল হতাশায় আক্রান্ত হওয়া।যা এইমূহূর্তে সমাজের বিশৃঙ্খলায় আমাদের সবার মনছবি প্রতিবাদ এবং হতাশা।

  অনেক ভাল লিখছেন।সামনে ইনশাআল্লাহ্ আরও ভাল লিখবেন।

  অনেক শুভকামনা আপনার জন্য।

 2. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  অনেক সুন্দর হয়েছে। অনেক শুভকামনা আপনার জন্য।

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  এ যেন দুষ্ট জাদুর নগরী।
  শয়তানের কালো ছায়া প্রহরী।
  নিষিদ্ধ সভ্যতার ছবি।
  পথ হারায় রবি।
  অসাধারণ কথামালা ।

 4. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  ছোট্ট কথামালার সাথে গভীর ভাব ব্যঞ্জণা….সুন্দর কবিতা….

 5. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  অপূর্ব ভাবের প্রকাশ ঘটেছে কবিতায় । ভাল লাগল । ভাল থাকুন ।

 6. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  কত আর?

  এই আঁধার।

  কত আর?

  এই ভার।

  কবে দিবে হুংকার?

  কবে হবে অশুভ ছারখার?–খুব ভাল লেগেছে কবিতা।কিছু কিছু জাগা অপূর্ব লেগেছে।

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কত আর?

  এই আঁধার।

  কত আর?

  এই ভার।

  কবে দিবে হুংকার?

  কবে হবে অশুভ ছারখার?

  খুব সুন্দর অনেক ভাল লাগা

 8. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে।

 9. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কত আর?
  এই আঁধার।
  কত আর?
  এই ভার।
  কবে দিবে হুংকার?
  কবে হবে অশুভ ছারখার?

  আমরা এই আধার থেকে মুক্তি চাই।

 10. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বিদ্রোহী লিখা বিদ্রোহী ভাবনার সুন্দর প্রকাশ

  দারুন ভাবনার প্রযাস
  শুভ কামনা
  শুভ সকাল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top