নোটিশ
কথা দিলাম
এই লেখাটি ইতিমধ্যে 1068বার পড়া হয়েছে।
আমি এ জনমের পর
স্রস্টার সমুখে দাড়িয়ে
আর একটা জনম চাইব!
নত শিরে জোড় হাতে
আমি করবো মিনতি,
বলব- আমি আর একটা জনম চাই
শুধু তোমার অপেক্ষায় থেকেছি বলে,
তোমার ক’টা কথা
আমায় করেছে বোবা,
তোমার কিছু হাসি
আমায় করেছে গোমড়া,
তোমার দেয়া স্বপ্ন
আমায় করেছে অন্ধ।
তোমার এই চলে যাওয়া
থমকে দিয়েছে আমার গতি,
আমি আর একবার এসে
ঘুচাবো এই র্দুগতি।
প্রথম থেকে নির্ভুল চালনা করে
নিজেকে সে রকম গড়বো
যে রকম তুমি চাও!
আমি পর জনমে জন্মাবো পুর্নবার
শুধু তোমাকে পাব বলে একটি বার।
১,০৫৯ বার পড়া হয়েছে
খুব সুন্দর
বাপরে ! এত কঠিন প্রেম ! …… সুন্দর কবিতা
কঠিন প্রেমই বটে
সুন্দর লাগল কবিতা
ভাল লাগা রেখে গেলাম