Today 17 Sep 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কফিলউদ্দিন

লিখেছেন: আহমেদ ফয়েজ | তারিখ: ২১/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 723বার পড়া হয়েছে।

url

চলমান ফিলিং স্টেশনগুলো থেকে জ্বালানী পুরে
এলোকেশী ঝড়ের বেগে।
শত আশা বন্ধনাকে থেতলে দিয়ে
পথ হাটে দূর পাল্লার কোচ।
আর সারাদিন
পাথরের বোঝা ঘাড়ে চেপে
বসতির নর্দমা-কাদাজলের সাথে লড়ে
পায়ের সাদা সাদা ঘায়ে ফটাস লাগিয়ে
কয়েকজন কফিলউদ্দিন জিজ্ঞাস করে-
এখানে কবে ফুটবে সবুজ ডাটায় পদ্মফুল?
পথের সব ঝোপঝাড় ডিঙ্গিয়ে আমরাওতো
চলে যেতে চাই মোহনায়
সূর্য ডুবার দৃশ্য দেখব বলে!

৮৩০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখির জন্য কাজ করি। পড়ি। লিখি। লেখা হয় কিনা জানি না। কাজ করছি একটি এনজিওতে। এছাড়া পাক্ষিক সময়ের বিবর্তন’র সহকারি সম্পাদক হিসেবে কাজ করছি প্রায় ১০ বছর ধরে।
সর্বমোট পোস্ট: ৩০ টি
সর্বমোট মন্তব্য: ২৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০৫ ১৩:২০:৫৮ মিনিটে
banner

১১ টি মন্তব্য

 1. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল।

 2. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  সুন্দর কবিতা । আপনি আমাদের অনেক করুণ বাস্তবতাকে তুলে ধরেছেন কবিতার মাধ্যমে । আপনাকে ধন্যবাদ ।

 3. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি ভাল লেগেছে। চালিয়ে যান অবিরত . . .

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  করুণ বাস্তবতাকে তুলে ধরেছেন কবিতার মাধ্যমে ।

 5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে কবিতা।

 6. আহমেদ ফয়েজ মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ আপনাকে।

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  পথের সব ঝোপঝাড় ডিঙ্গিয়ে আমরাওতো
  চলে যেতে চাই মোহনায়
  সূর্য ডুবার দৃশ্য দেখব বলে!
  দারুণ !

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top