Today 20 Feb 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কবিতারা

লিখেছেন: মোঃ ওবায়দুল ইসলাম | তারিখ: ২৫/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 876বার পড়া হয়েছে।

কবিতারা
– মোঃ ওবায়দুল ইসলাম।

কবিতাগুলো পালিয়ে গেছে গ্রীষ্মের
চাঁদর মুড়ি দেয়া যুবকের মত। দুষ্ঠ
বালকের চিড়ের মোয়া নিয়ে ফোকলা
দাতে হাসা পালাতকের পাদচ্ছাপে।

ভিক্ষের ঝুলি নিয়ে মগজের কোষ দ্বারে
দাড়ায় না জীর্ণ শীর্ণ ভিক্ষুকের মত।
অথচ কিছু দিন আগেও আসত
কান্না মেখে চোখে মুখে। বলত –
” আমাকে ছাপ দাও কাগজের ঘরে
রঙিন কালিতে, এ ভিক্ষে তোমার তরে। ”

সুখালয়, নিমহাওলা।
২৬/০৭/২০০৬

৯২৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নাম : মো: ওবায়দুল ইসলাম শিক্ষাগত যোগ্যতা : এল এল. বি ; বি.এ (১ম ); এম.এ (বাংলা) । পেশা : সহকারী ব্যবস্থাপক (বানিজ্যিক) , বেঙ্গল ইন্ডিগো লি: ভাই বোন : ২ ভাই, ৩ বোন। ঠিকানা: সুখালয়, নিমহাওলা, ঝালকাঠী - ৮৪১০। ইমেইল : obayedtanubd@gmail.com
সর্বমোট পোস্ট: ৪৫ টি
সর্বমোট মন্তব্য: ২৪২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৭ ১১:৫৪:৫৭ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

 1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভিক্ষের ঝুলি নিয়ে মগজের কোষ দ্বারে
  দাড়ায় না জীর্ণ শীর্ণ ভিক্ষুকের মত।
  অথচ কিছু দিন আগেও আসত
  কান্না মেখে চোখে মুখে। বলত –
  ” আমাকে ছাপ দাও কাগজের ঘরে
  রঙিন কালিতে, এ ভিক্ষে তোমার তরে। ”
  এবার আর ভিক্ষার ঝুলি নিয়ে কেউ আসবে না । এবার তো ছিন্তাইতেই সহজ উপার্জন । দেশে তো আর কোন আইন
  কানুন নাই । পরবর্তী দুর্বিক্ষের সময় । ভিক্ষে করবে । শুভ কামনা ।

 2. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  দু একটি শব্দ এডিটের অপেক্ষায় আছে। কবিতা ভাল লেগেছে।

 3. আহসান হাবীব সুমন মন্তব্যে বলেছেন:

  আমাকে ছাপ দাও কাগজের ঘরে
  রঙিন কালিতে, এ ভিক্ষে তোমার তরে।

  সুন্দর !

 4. আরজু মন্তব্যে বলেছেন:

  কবিতাগুলো পালিয়ে গেছে গ্রীষ্মের
  চাঁদর মুড়ি দেয়া যুবকের মত। দুষ্ঠ
  বালকের চিড়ের মোয়া নিয়ে ফোকলা
  দাতে হাসা পালাতকের পাদচ্ছাপে।

  সুন্দর কবিতা।ধন্যবাদ আপনাকে।অনেক শুভকামনা।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  বানানের প্রতি যত্নশীল হতে কবি ভাইদের অনুরোধ করছি ।
  মনে কষ্ট পেলে ক্ষমা করে দিবেন ।

 6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভাল লিখছেন

 7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আমরা সবাই চাই কবিতার জয়জয়কার।

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ছন্দময়
  সুন্দর প্রকাশ আপনার

  নাইস

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top