Today 25 May 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কবিতার কাছে

লিখেছেন: নোমান রহমান | তারিখ: ১৫/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 890বার পড়া হয়েছে।

একদিন তোমার জন্যেই – অজ্ঞ, কবিতা বুঝে না
এক নারী, ছিল আমার প্রেমিকা –
তাকে ছাড়িয়া এসেছি, যেমন নদীও
গভীর প্রেমিক শৈবাল ও নুড়ি ফেলে আসে পিছে।

আমিও তো সাগরে পৌঁছুতে চাই।

লক্ষবার তাকে ও তোমাকে এক সূত্রে
বাঁধিতে চেয়েছি – ছিলো চেষ্টা নিরন্তরঃ

এখন প্রেমিকা নেই – প্রেমহীন –
স্তব্ধবাক মাঠ – তোমার আকাশে
প্রেম চাই, প্রেম চাই – বসে আছি
ঘাসের সবুজে ঘাস হয়ে অথবা সবুজ?
আর কতোকাল –
আমি নিলীমার কাছে যেতে চাই।

সাধ নেই পৃথিবীর কোন মানবীর প্রেম পাই;
মনুষেরা বড়ই কুটিল –
অন্ত্রের ধরণে প্যাঁচ আছে মনে –
সহজ প্রেমের খোঁজ নেই – মিলেনা ।

কবিতা,
তাইতো এসেছি তোমার কাছে –
ঘোরপ্যাঁচ বুঝে কম একটি মানুষ –
ঠাইঁ চাই –চাই প্রেম তোমার –
দোহাই ফিরিয়ে দিওনা।।

১,০০৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২১ টি
সর্বমোট মন্তব্য: ১১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১৭ ০৪:০৫:৩৪ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. গৌমূমোকৃঈ মন্তব্যে বলেছেন:

  বাহঃ চমৎকার!
  “মনুষেরা বড়ই কুটিল –
  অন্ত্রের ধরণে প্যাঁচ আছে মনে”

  অন্ত্রের প্যাঁচ কবিতায় নেই। শুভকামনা।

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি। খুব ভাল লাগল।

 3. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি ভাল লেগেছে। ধন্যবাদ চালিয়ে যান অবিরত . . . . .

 4. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতা সাধন সফল হউক

 5. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  মিন্টু ভাইয়ের সাথে আমিও বলতে চাই তথা সাহিত্য সাধন সফল হউক।

 6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চমত্‍কার ! একটি কাব্য রে ভাই ।

 7. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  কবিতা,
  তাইতো এসেছি তোমার কাছে –
  তার প্রেমে খাঁদ থাকলেও কবিতার কোন খাঁদ নেই।
  সঠিক জায়গায় ফিরে এসেছেন কবি –

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন লিখনী
  পড়ে ভালো লাগলো কবি

  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ভালো
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top