Today 17 Oct 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কবিতার মিথ যেন আমার শোবার ঘর

লিখেছেন: চারু মান্নান | তারিখ: ২১/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 675বার পড়া হয়েছে।

কবিতার মিথ যেন আমার শোবার ঘর,
আলো ছায়ার লুকোচুরির আষ্টেপৃষ্টে গেঁথে আছে শরীর জুড়ে।

এই গ্রহন লাগা ক্রান্তিকালে রক্তক্ষরণ নিত্য
মস্তিস্কের ক্ষত ক্ষয়ে ক্ষয়ে বাড়ছে যন্ত্রনা,
স্বপ্ন ঢোলা সবুজ পাতায় ধরেছে মোড়ক;
আহাম্মকের মত মিছে মিছে স্বপ্ন খোঁজার ভান।

অসহায় বৃষ্টির লেহনে কর্ষিত স্নানে সিক্ত উর্বর মাটি
ভরবে প্রলয় চেপে অহমিকা পার্বণে বীজের অঙ্কুরে হাইব্রিড মত্ততা।

সেই ভানে তো জানলার চৌকাঠে ঘুণের ঘ্রাণ
জানলা গলিয়ে ছিটেফোঁটা আলোর বিপন্নতা ভুলে,
আশার সমীপে মাথা ঠুকে বার বার চাহে বর;
যদি স্বপ্ন ফিরে দেবদারুর চূড়ায় অবিনাশি মিথস্ক্রিয়ার বসবাস।

1420@ 7 পৌষ, শীতকাল।

৭১৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
=== ব্লগার,চারু মান্নান আমি কবিতা,ছড়া, গল্প লিখি,,,,,,,,,,
সর্বমোট পোস্ট: ৪৯ টি
সর্বমোট মন্তব্য: ২৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৭ ১০:৫০:৩০ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  কবিতার মিথ যেন আমার শোবার ঘর,
  আলো ছায়ার লুকোচুরির আষ্টেপৃষ্টে গেঁথে আছে শরীর জুড়ে।

  বাহ তাই নাকি? অদ্ভুত তো।চমৎকার লাগল।ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  চমৎকার কবিতা
  অনেক শুভ কামনা।

 3. আলমগির সরকার লিটন মন্তব্যে বলেছেন:

  চারু দা

  অসাধারণ —

 4. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  এই গ্রহন লাগা ক্রান্তিকালে রক্তক্ষরণ নিত্য
  মস্তিস্কের ক্ষত ক্ষয়ে ক্ষয়ে বাড়ছে যন্ত্রনা,
  স্বপ্ন ঢোলা সবুজ পাতায় ধরেছে মোড়ক;
  আহাম্মকের মত মিছে মিছে স্বপ্ন খোঁজার ভান।

  মূল্যবান লেখা। ভালো লাগলো ভাই ।

 5. সুমাইয়া বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

  eto kothin vasha!
  aro sahoj kore likhben kintu vaea.
  thank u.

 6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  চমৎকার কথা

 7. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতা সব সময়ই ভাল হয় । আজও হয়েছে । তবে মিথ শব্দের অর্থ না বুঝায় কবিতার সাদ উপভোগ করতে পারলাম না । শুভ কামনা ।

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আহাম্মকের মত মিছে মিছে স্বপ্ন খোঁজার ভান।

  আসলেই স্বপ্ন খোজার ভানই তো ধরি প্রতিনিয়ত

  খুব সুন্দর সহজ সরল কবিতা । ভাল লাগা অনেক

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  siruname is very nice @@@@@@ nice lekha valo laglo @@@

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top