Today 11 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কল্পনায় আঁকা

লিখেছেন: খাদিজাতুল কোবরা লুবনা | তারিখ: ১৭/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 951বার পড়া হয়েছে।

হৃদয়ের এই ছোট্ট কুঠিরে
ইচ্ছে করে রাখি তোমায়
সারা জীবন ভরে
ইচ্ছে করে জ্যোৎস্না রাতে
গল্প করি তোমার সাথে
সাগর যেমন গল্প করে ছন্দ নিয়ে।
ইচ্ছে করে প্রকৃতির রঙয়ের মাঝে
তোমার ছবি আঁকতে।
আর অঝোরে ঝরা অবিশ্রান্ত ঝড়ে রাতে
দুজনে হাতে হাত রেখে ভালোবাসার
নিবন্ধ রচনা করতে।
ইচ্ছে করে শরতের কোন এক প্রভাতে
দুজনে হারিয়ে যেতে দূরে-বহুদূরে।
ইচ্ছে করে হৃদয়ের সমস্ত অর্ঘ্য দিয়ে
তোমাকে বরণ করে নিতে
কিন্তু হায়! এই যেন সব আমার
কল্পনায় আঁকা বেদনার্থ হৃদয়ের
নিঃশব্দে ঝরে পড়া অশ্রুকণা।

৯১৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৪৪ টি
সর্বমোট মন্তব্য: ১০৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৯ ১১:২৭:২৯ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. মুহাম্মদ দিদারুল আলম মন্তব্যে বলেছেন:

  কল্পনায় বেদনার কথা,
  কষ্ট হলেও ভালো লেগেছে কবির কথা গুলো।

 2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  সকল ভালো স্বপ্ন বাস্তব হোক,
  জীবন ভালোবাসায় পূর্ণ হোক।

 3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  Excellent kobi

 4. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

  আসলে কল্পনায় আঁকা হয় মনের অজান্তে কিন্তু বাস্তবে এর প্রতিফলন ঘটাতে পারলেই সব পরিস্কার । ভালো ।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  যারে ভালবাসা যায় সে না বুঝলে হবে কেমনে।

  কবিতা ভাল লাগল।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন কাব্য আপনার
  ””””””””””””’
  ভালো লাগলো কবি

  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top