নোটিশ
কষ্ট বিলাস
এই লেখাটি ইতিমধ্যে 986বার পড়া হয়েছে।
আমার কষ্টে তুমি যদি
কষ্ট পাও ভবে
কষ্টটাকে রেখে দিও
ঠোঁটের চুড়ায়
তবে।
হৃদ-ফ্রেমে রেখো বেঁধে
কষ্টভেজা রাত
কষ্ট বিলাস দেবে তোমায়
ওষ্ঠ ভেজা স্বাদ।
দেখবে সেদিন কষ্টগুলো
সাজবে রঙিন সাজ
ঠোঁটের চুমু
শরীর বেয়ে
ভাঙ্গবে তোমার লাজ ।
৯৬৪ বার পড়া হয়েছে
ভাল লাগলো, তা কেমন আছেন?
কবিতা ভালো লাগায় আমি আপ্লুত । এইত চলে যাচ্ছে । আপনি ? ভালো থাকুন নিরন্তর । অনেক ধন্যবাদ আপনাকে ।
Besh besh
bhaloi to likhoni
bhalo laglo
কষ্ট সব বুঝি ঠোটে এসে অপেক্ষা করে!! দারুন লিখেছেন
ভাল লাগল ঈদমোবারক
ঈদ কোথায় করবেন?
সুন্দর কবিতা , ঈদ শুভেচ্ছা।
খুব মন মুগ্ধকর লিখা
ভালো লাগা জানিয়ে গেলাম