Today 02 Jun 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“কান পেতে থাকি”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ২২/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 728বার পড়া হয়েছে।

কান পেতে থাকি
এই বুঝি শুনবো কপাট খোলার আওয়াজ।
বদ্ধ গুমোট সেঁতসেঁতে এই ঘর
আলোর বন্যায় ভেসে যাবে দুর্গন্ধের ঝাঁঝ।
একাগ্র চিত্তে সুনসান ধ্যানে
ষোল কোটি’র এক দফা প্রার্থনা।
আক্কেল দাঁতের মত ব্যথার সমন নিয়ে
তবু জেগে উঠুক তৃতীয় চেতনা।

বারং বার দম নিয়ে খুঁজি
নতুন ঋতু’র আগমনী সুবাস।
হাওয়ার সাগরে ডুব দিয়ে খুঁজি
নয়া মৌসুমের আভাস।
কান পেতে থাকি
কখন শুনবো ফজরের আজান।
ফুটবে আলোর ফুল
দৃঢ় চিত্তে খুলবে সভ্যতার জবান।

থেমে যাবে উগ্র ঝড়
মাঠে নামবে ব্যস্ত কৃষাণ।
সংস্কারের হাল চলবে উদ্যমে
শুনবো নয়া ফসলের বয়ান।
কান পেতে থাকি তাই
শুনবো নয়া ফরমান।
ষোল কোটি’র অধির তপস্যা
আসবে মুক্তির ভগবান।

৭১৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  “আক্কেল দাঁতের মত ব্যথার সমন নিয়ে
  তবু জেগে উঠুক তৃতীয় চেতনা।”
  কামনা করি – কবির শুভ আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক।

 2. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

  কান পেতে রই আমরাও , ভালোলাগা রইল ।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কান পেতে থাকি
  কখন শুনবো ফজরের আজান।
  ফুটবে আলোর ফুল
  দৃঢ় চিত্তে খুলবে সভ্যতার জবান।

  অসম্ভব সুন্দর হইছে

  অনেক ভাল লাগা

 4. নাজমুল হক পথিক মন্তব্যে বলেছেন:

  অসাধারণ কবিতা।

 5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  কান পেতে রই আমরাও , ভালোলাগা রইল ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top