নোটিশ
“কান পেতে থাকি”
এই লেখাটি ইতিমধ্যে 836বার পড়া হয়েছে।
কান পেতে থাকি
এই বুঝি শুনবো কপাট খোলার আওয়াজ।
বদ্ধ গুমোট সেঁতসেঁতে এই ঘর
আলোর বন্যায় ভেসে যাবে দুর্গন্ধের ঝাঁঝ।
একাগ্র চিত্তে সুনসান ধ্যানে
ষোল কোটি’র এক দফা প্রার্থনা।
আক্কেল দাঁতের মত ব্যথার সমন নিয়ে
তবু জেগে উঠুক তৃতীয় চেতনা।
বারং বার দম নিয়ে খুঁজি
নতুন ঋতু’র আগমনী সুবাস।
হাওয়ার সাগরে ডুব দিয়ে খুঁজি
নয়া মৌসুমের আভাস।
কান পেতে থাকি
কখন শুনবো ফজরের আজান।
ফুটবে আলোর ফুল
দৃঢ় চিত্তে খুলবে সভ্যতার জবান।
থেমে যাবে উগ্র ঝড়
মাঠে নামবে ব্যস্ত কৃষাণ।
সংস্কারের হাল চলবে উদ্যমে
শুনবো নয়া ফসলের বয়ান।
কান পেতে থাকি তাই
শুনবো নয়া ফরমান।
ষোল কোটি’র অধির তপস্যা
আসবে মুক্তির ভগবান।
৮২৫ বার পড়া হয়েছে
“আক্কেল দাঁতের মত ব্যথার সমন নিয়ে
তবু জেগে উঠুক তৃতীয় চেতনা।”
কামনা করি – কবির শুভ আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক।
কান পেতে রই আমরাও , ভালোলাগা রইল ।
কান পেতে থাকি
কখন শুনবো ফজরের আজান।
ফুটবে আলোর ফুল
দৃঢ় চিত্তে খুলবে সভ্যতার জবান।
অসম্ভব সুন্দর হইছে
অনেক ভাল লাগা
অসাধারণ কবিতা।
কান পেতে রই আমরাও , ভালোলাগা রইল ।