Today 15 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কামিনী

লিখেছেন: রুবাইয়া নাসরীন মিলি | তারিখ: ১০/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1525বার পড়া হয়েছে।

ফুল তা সে যে ফুলই হোক না কেন রাস্তার ধারে ঝোপে ঝাড়ে অযত্নে বেড়ে উঠা জংলি ফুল বা সযত্নে সাজানো বাগানের ফুল সৃষ্টিকর্তার  এক অপূর্ব সৃষ্টি ।  সাদা বা রঙ্গিন সব ধরনের ফুল আমার দারুন লাগে। তবে কিছু কিছু ফুল একটু বেশি ভাল লাগে।

 

 

DSC08148

আমার পছন্দের ফুলের মাঝে অন্যতম হল কামিনী ।সাদা আর মিষ্টি ঘ্রান যুক্ত এই ফুল যে কার মন কেড়ে নিবে। ইংরেজিতে এই ফুল অরেঞ্জ জেসমিন নামে পরিচিত । মূলত এটা ট্রপিকাল অঞ্চলের ফুল। এছাড়া এর আরও কিছু নাম আছে যেমন – চাইনিজ বক্স,মক অরেঞ্জএ,মক লাইম ,  স্টেন  উড , লেক ভিউ জেসমিন ইত্যাদি । তবে এর বৈজ্ঞানিক নাম হল মুরাইয়া পানিকুলাটা ।

DSC08151

আমদের দেশে এই ফুল প্রচুর দেখা যায় । এছাড়া ভারত,মায়ানমার ইন্দোনেশিয়া মালয়শিয়া ভিয়েতনাম লাওস কম্বোডিয়া চিন অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিন অংশে এর দেখা পাওয়া যায় ।

 

DSC08126

এই বর্ষায় আমাদের ছাদেই প্রচুর ফুটেছিল এই ফুল । আশেপাশের বাসার মানুষকেও মুগ্ধ করেছে এর তীব্র ঘ্রাণ । মেডিসিন আর সৌন্দর্য বর্ধন দুই কাজেই এই ফুল ব্যাবহ্রত হয় ।

১,৪৯১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি মিলি ,ভাল লাগে বই পড়তে,ঘুরে বেড়াতে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে ।
সর্বমোট পোস্ট: ৩৮ টি
সর্বমোট মন্তব্য: ৩৯৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৯-০৩ ১৫:৫৪:৫০ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Joto dekhi ar mugdho hoi

 2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  আরে আগে দেখেছি কিন্তু নাম জানতাম না। প্রায় দেখা যায়। গন্ধও ভাল।

 3. সাঈদুল আরেফীন মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো কামিনী ফুল নিয়ে ছোট্ট আলোচনা। আশা করবো লেখিকা আর এন মিলি আগামীতে ফুল নিয়ে আরো আরো লেখা আমাদের উপহার দেবেন।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অনেক সুন্দর ছবি। ভাল লাগল আপি।

 5. খাদিজাতুল কোবরা লুবনা মন্তব্যে বলেছেন:

  ফুল ভালোবাসার প্রতীক…

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top