Today 19 Aug 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“কিছু কথা”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ১৫/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 761বার পড়া হয়েছে।

কিছু কথা থেকে যায় মনের সীমানায়।
কিছু কথা হারিয়ে যায় কোনো অজানায়।
কিছু কথা ভর করে স্মৃতির পাখায়।
কিছু কথা অশ্রু হয়ে চোখের আঙ্গিনায়।

কিছু কথাতে মিষ্টি সুখের সিরা।
কিছু কথা বিস্বাদ নিমের গড়া।
কিছু কথায় ঝিম ধরা স্বর্গের আমেজ।
কিছু কথার ফল শান্তি খারেজ।

কিছু কথা যেন সুঁইয়ের খোঁচা।
কিছু কথা যেন পাপের সাজা।
কিছু কথা যেন তৃষ্ণার জল।
কিছু কথা কথাতে ঘোরে যুদ্ধের কল।

কিছু কথাতে ঝড়ের আভাস।
কিছু কথাতে সমঝোতার প্রয়াস।
কিছু কথা চতুরতার ফন্দি।
কিছু কথা অপরাগতায় বন্দী।

কিছু কথা সার্বজনীন।
কিছু কথা একক স্বার্থের অধীন।
কিছু কথা চিরন্তন-অবিনশ্বর।
কিছু কথা যেন খোদ ঈশ্বর।

কিছু কথা আপেক্ষিক।
কিছু কথা বিশ্বাসের অধিক।
কিছু কথা অর্থহীন।
আর কিছু কথার অর্থ সীমাহীন।

৮৪৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  কিছু কথার অর্থ সীমাহীন।আপনার কবিতার অর্থ সীমাহীন মনে হল। বেশ ভাল লাগল কবিতাটি।

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  কিছু কথা জমা থাকে স্মৃতির পাতায়…

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  কিছু সুন্দর কথামালা চমত্‍কার কাব্যের রুপে সাঁজিয়েছেন ।
  ভাল লেগেছে ।

 4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  কিছু কথা মন ছুঁয়ে যায়
  কিছু কথা হাসায় কাঁদায়
  কিছু কথা গা জ্বলে যায়
  কিছু কথা কবিতা হয়ে যায়।

  অনেক ভাল লগা।

 5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  কথার মাহাত্য কবিতার বর্ণনায় সুন্দর রুপ নিয়েছে।বেশ ভাল লেগেছে।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কিছু কথা তিক্ততায় ভরে মন
  কিছু কথায় উচ্ছলতায় ভরে ক্ষণ

  খুব সুন্দর

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top