Today 20 Feb 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কিছু গুরুত্বপূর্ণ বাণীঃ ৮

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ২৮/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 876বার পড়া হয়েছে।

* লোভের ইতি ঘটেনা লোভ অবিনশ্বর *

* প্রত্যেক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গাঙ্গের প্রবল স্রোতের ন্যায় টাকার পিছনে প্রবাহমান *

* সকল সাফল্য অভিযানের প্রধান প্রেরণা ও বাধা হচ্ছে নারী *

* ভাল মানুষের দোয়া পেতে এক পয়সাও ব্যয় হয় না আর মন্দ মানুষ কোটি টাকা ব্যয় করেও দোয়া পায় না *

কবি ও ঔপন্যাসিকঃ শাহ্ আলম শেখ শান্ত

৯৫৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  প্রথম ২টির সাথে এক মত নয়
  শেষের ২টো ঠিক আছে।

  (১) কারন লোভ অবিনশ্বর শুধু লোভীর কাছে,
  লোভকে জয় করা অসম্ভব কিছু নয়।

  (২) প্রত্যেক নয়, তবে অনেক মানুষ টাকার পিছনে ছুটে ।

  ভাল থাকুন।

 2. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো।

 3. তওসীফ সাদাত মন্তব্যে বলেছেন:

  লভ অবিনশ্বর ! আমি মনে হয় এখানে একমত।

 4. শেখ শান্ত হাসি মন্তব্যে বলেছেন:

  বাণীগুলো বাস্তবধর্মী অনেক ভাল লাগল ।

 5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভাল মানুষের দোয়া পেতে এক পয়সাও ব্যয় হয় না আর মন্দ মানুষ কোটি টাকা ব্যয় করেও দোয়া পায় না *
  ———————————————————
  কথাটা একদম ঠিক।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  * ভাল মানুষের দোয়া পেতে এক পয়সাও ব্যয় হয় না আর মন্দ মানুষ কোটি টাকা ব্যয় করেও দোয়া পায় না *

  অনেক সুন্দর কথাগুলো। ভাল লাগল অনেক

 7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  * সকল সাফল্য অভিযানের প্রধান প্রেরণা ও বাধা হচ্ছে নারী *

  নারী,
  আমার কি সাধ্য আছে?
  তোমায় নিয়ে বলতে কিছু পারি!
  কারণ, তুমি যে আমার মা,
  পৃথিবীতে তুমিই তোমার উপমা।

  নারী,
  আমার কি সাধ্য আছে?
  তোমায় নিয়ে বলতে কিছু পারি!
  কারণ, তুমি যে আমার বোন,
  নহে কেনা, এযে রক্তের বাধন।

  নারী,
  আমার কি সাধ্য আছে?
  তোমায় নিয়ে বলতে কিছু পারি!
  কারণ, তুমি যে আমার পত্নী,
  এযে, আমার জীবনের গাঁথনি।

  নারী,
  আমার কি সাধ্য আছে?
  তোমায় নিয়ে বলতে কিছু পারি!
  কারণ, তুমি যে আমার মেয়ে,
  এসেছ ধরায়,আমার রক্ত নিয়ে।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top