Today 20 Jan 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কিছু গুরুত্বপূর্ণ বাণী পর্বঃ ৫

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ১৭/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1184বার পড়া হয়েছে।

* বন্ধুকে পরখ করতে প্রধান হাতিয়ার টাকা *
* প্রত্যেক মানুষ বায়ুর ন্যায় জ্ঞানের সমুদ্রে ডুবে আছে । বই পড়লে সে জ্ঞান প্রকাশিত হয় । *
* যে শিক্ষার্থী পাঠে আনন্দ ও মজা পায় সে বিদ্ব্যান হবে , যে মজা পায়না সে ফলপ্রসু হবেনা *
* মন প্রতি সেকেন্ডে পৃথিবীর সীমা অতিক্রম করে *
* মনের প্রতি বেগ সকল গতির উর্ব্ধে *
* যার পাপ যত কম সে তত ভাল মানুষ *
* আল্লাহর ভীতি ছাড়া পাপ বর্জনের কোন পন্থা নেই *
* ধর্মীনীতি বিহীন উত্তম চরিত্র অর্জনের কোন পন্থা নেই *
* প্রেমের মাধ্যমেই মানুষ নতুন জীবনের শিক্ষা লাভ করে *
* যৌবনকে রোধ করার মতো সাধনা নেই *
* যে সুন্দর ও পবিত্র মনের স্ত্রী লভিছে তার সংসার সুখের *
* যে ব্যক্তি যে প্রকৃতির তার মন্তব্য সেই প্রকৃতির *
-কবি ও ঔপন্যাসিকঃ শাহ্ আলম শেখ শান্ত

১,২৭২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

১১ টি মন্তব্য

 1. তওসীফ সাদাত মন্তব্যে বলেছেন:

  ভাল পোস্ট !!

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  ভালো উপদেশ, সবার জানা এবং মানা উচিত।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  প্রথম টা একেবারে সত্য

  সুন্দর পোষ্ট ভাল লাগল

 4. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  সুন্দর পোস্ট

 5. শেখ শান্ত হাসি মন্তব্যে বলেছেন:

  বাণীগুলো বাস্তবধর্মী অনেক ভাল লাগল ।

 6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সবগুলো বাণীই ভাল লাগল।

 7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  যে সুন্দর ও পবিত্র মনের স্ত্রী লভিছে তার সংসার সুখের।
  আমি বরাবরি বলে থাকি, একজন মানুষের জিবনে যদি একজন খারাপ স্ত্রী জোটে তাইলে তার জীবন খুব খারাপ ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top