কিছু নীতি কথা
এই লেখাটি ইতিমধ্যে 2186বার পড়া হয়েছে।
পরম মুহূর্ত
চরম হেলায়
করিওনা শেষ।
দিনের অবসানে
রাতের শেষে
করিওনা আক্ষেপ।
সময় নদীর স্রোত
করেনা অপেক্ষা
চায়না হেলায়
কার ও পানে।
বিনয় শিষ্ঠায়
থাকিও নতমুখে
চলনা পথ
ঔদ্ধত্বে।
সত্যি বল
মিথ্যে না
ঠিক আছে
সত্য হয়না
যেন শুধু
কার ও আঘাতে।
তাও ভাল
যে মিথ্যে হয়
অসহায়ের উপকারে।
বড় জিনিস
মানবতা
উদারতা
মিলে যদি সাথে
ধর্মকে পরে
মিশাও সাথে। .
হই মানুষ আগে।
কিছু নীতি কথা আরজু সহ যারা শুনতে চায় সবার জন্য।
২,১০২ বার পড়া হয়েছে
নিজের সম্পর্কে কিছু বলতে বললে সবসময় বিব্রত বোধ করি। ঠিক কতটুকু বললে শোভন হবে তা বুঝতে পারিনা । আমার স্বভাব চরিত্র নিয়ে বলা যায়। আমি খুব আশাবাদী একজন মানুষ জীবন, সমাজ পরিবার সম্পর্কে। কখনো হাল ছেড়ে দেইনা। কোনো কাজ শুরু করলে শত বাধা বিঘ্ন আসলেও তা থেকে বিচ্যুত হইনা। ফলাফল পসিটিভ অথবা নেগেটিভ যাই হোক শেষ পর্যন্ত কোন কাজ এ টিকে থাকি।
জীবন দর্শন" যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ "
লিখালিখির মূল উদ্দেশ্যে অন্যকে ভাল জীবনের সন্ধান পেতে সাহায্য করা। মানুষ যেন ভাবে তার জীবন সম্পর্কে ,তার কতটুকু করনীয় , সমাজ পরিবারে তার দায়বদ্ধতা নিয়ে। মানুষের মনে তৈরী করতে চাই সচেতনার বোধ ,মূল্যবোধ আধ্যাতিকতার বোধ। লিখালিখি দিয়ে সমাজে বিপ্লব ঘটাতে চাই। আমি লিখি এ যেমন এখন আমার কাছে অবাস্তব ,আপনজনের কাছে ও তাই। দুবছর হলো লিখালিখি করছি। মূলত জব ছেড়ে যখন ঘরে বসতে বাধ্য হলাম তখন সময় কাটানোর উপকরণ হিসাবে লিখালিখি শুরু। তবে আজ লিখালিখি মনের প্রানের আত্মার খোরাকের মত হয়ে গিয়েছে। নিজে ভালবাসি যেমন লিখতে তেমনি অন্যের লিখা পড়ি সমান ভালবাসায়।
শিক্ষাগত যোগ্যতা :রসায়নে স্নাতকোত্তর।
বাসস্থান :টরন্টো ,কানাডা।
সর্বমোট পোস্ট: ২২৯ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৮৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৫ ০১:২০:৩৫ মিনিটে
বেশ ।বেশ । +++++++
কি লিখছি আমি নিজে জানিনা। আমি পাগলায় গেছি। তারপর ধন্যবাদ প্রিয়দা রেবা দা মন্তব্যের জন্য .অনেক শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।
আমি বেশ বিজি ছিলাম বলে কার ও লেখায় কমেন্টস করিনি। কিছু মনে করনা দা। তাছাড়া কম্পিউটার কেন যেন খুব স্লো হয়ে আছে। যখন ঢুকি ট্রাই করে ক্লান্ত হয়ে পড়ি। কমেন্টস আর করতে পারিনি স্লো হওয়ার কারণে।
বেশ হয়েছে আপি
বেশ হয়েছে আপি তোমার কমেন্টস আমার লেখা না। । অনেক ধন্যবাদ। ভাল থাক আপি।
“বড় জিনিস
মানবতা
উদারতা
মিলে যদি সাথে
ধর্মকে পরে
মিশাও সাথে।”-
ভালো লাগা জানিয়ে গেলাম।
ঈদ মুবারাক।
কবিতা ও না গদ্য না। ..লিখলাম যা মনে চাইল।
অনেক ধন্যবাদ হৃদয় ভাই। আপনাকে ও ঈদ মোবারক। ভাল থাকুন। অনেক আনন্দে আপনার দেশান্তরী কে নিয়ে ঈদ করুন। শুভকামনা রইল অনেক অনেক।
নীতিহীনতার এদেশে নীতির বড়ই অভাব। তবুও নীতিকথাই আমাদের চালিয়ে যেতে হবে। ভাল লেগেছে আপা। ধন্যবাদ।
ঠিক বলেছেন আজিম ভাই। ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।
কি কমেন্টস করবো আরজু আপির কমেন্টস পড়তে পড়তে আমি ক্লান্ত।
সুন্দর কথা বটে
কাজে তা যে চাই
কথা ও কাজে মিল হলে
দুঃখ কিছু নাই