Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কি ঔদ্ধত্য আমার

লিখেছেন: জাফর পাঠান | তারিখ: ০৯/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 2086বার পড়া হয়েছে।

 

জানতোনা কেউ কিছু, এই ধরণী-ভূমি

কোথা ছিলো ওরা-কোথা ছিলাম আমি!

থাকে কতইনা চাওয়া-হিসেব কষেও যায়না পাওয়া

 ক্ষণিকের তরে আসা-আবার ক্ষণিকেই চলে যাওয়া।

তবু কি-ঔদ্ধত্য আমার !

 

খামচে ধরি নারী-খামচে ধরি বাড়ী

খামচে ধরি অর্থকড়ি- কাড়ি কাড়ি!

ক্ষমতার নেশায় হই অন্ধ-মদমত্ত- জঘন্যতম-বন্য

না ভাবলেও কেউ-নিজেকেই নিজে ভাবি অনন্য।

কি ঔদ্ধত্য আমার !

 

ভাবিনা একটিবার- করিনা স্মরণ

দেহে ধরবে পঁচন-মুহূর্তের মরণ!

ভাবিনা অর্জেছি সঞ্চেছি যাহা-সবি হবে মরীচিকা

 হাতে আমার নেই, আমার বেঁচে থাকা- না থাকা।

তবু-কি ঔদ্ধত্য আমার !

 

মোহে মানুষ মারি-হই খুনে কারবারি

 ভাবিনা প্রতিশোধে-অপেক্ষায় প্রহরী!

হাতে তরবারী, হত্যার স্বীকার- যে সব নর-নারী

ভাবিনা জ্বলবেই অনলে- আমাদেরই প্রজন্মতরী।

তবু-কি ঔদ্ধত্য আমার।

২,০৫৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
POET & JOURNALIST
সর্বমোট পোস্ট: ৬৯ টি
সর্বমোট মন্তব্য: ১৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-২৪ ০৪:০৫:৪১ মিনিটে
Visit জাফর পাঠান Website.
banner

১০ টি মন্তব্য

  1. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    এই লেখাটি মনে হচ্ছে আগেও যেন কোথাও পড়েছি … ভালোলাগা রইল…

  2. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

    অনেক ভালো লাগলো আপনার কবিতাটি

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    তবু-কি ঔদ্ধত্য আমার

    আসলেই ত সত্য কথা আমার ক্ষেত্রেও তাই

    লেখা অসম্ভব ভাল লেগেছে।

    • জাফর পাঠান মন্তব্যে বলেছেন:

      সৃষ্টিকর্তাতে বিশ্বাস রেখে আমাদের জীবনকে চিন্তায় নিয়ে ভাবেরেএকটু নিগূঢ়ে ডুব দিলেই কবিতার বিষয়গুলি চিন্তায় এসে সারিবদ্ধভাবে দ্বাড়িয়ে যায় । আপনার অনুধাবনকে সম্মান জানাই । ভালো থাকুন নিরন্তর ।

  4. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    জানতোনা কেউ কিছু, এই ধরণী-ভূমি

    কোথা ছিলো ওরা-কোথা ছিলাম আমি!

    সুন্দর দুটি লাইন ভালো লাগলো ।

  5. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    “ভাবিনা অর্জেছি সঞ্চেছি যাহা-সবি হবে মরীচিকা”
    মরমি ভাবধারার সুন্দর দর্শন নিয়ে কবিতা গড়ে উঠেছে।
    প্রতিটি মানুষেরই এই আত্মজিজ্ঞাসার মুখোমুখী হওয়া দরকার।

  6. জাফর পাঠান মন্তব্যে বলেছেন:

    কবিতার মর্মার্থ অনুধাবনে আপনার পারঙ্গমতা আমায় মুগ্ধ করলো । হ্যা ভাই নিজে নিজে যুঝে চললে নিজ থেকে অনেক উত্তর পাওয়া যায়, যা পুস্তকে খুঁজেও পাওয়া যায়না । ভালো থাকুন ভাই, জীবনের প্রতিটি মুহূর্তব্যপী ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top