Today 05 Jun 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কেউ কথা রাখেনি

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ২৬/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 930বার পড়া হয়েছে।

চেয়ে দেখি সজনে ডালটা ঠিক আগের মতোই
মৃদু মন্দ বাতাসের ঝাঁক ছেঁড়া দ্বীপে নোঙর তুলে
কার জানি পথ চেয়ে বসে আছে
বড় কম সময় নয়; বেশ কয়েক যুগ তো হবেই !

সালাম, শফিউরের অতৃপ্ত আত্মারা এসেছিল কালও
আমি কোন সদুত্তর দিতে পারিনি
বলতে পারিনি আমি ভাল আছি
আমার পাণ্ডুর মুখ দেখে যা বুঝার তাঁরা বুঝে নেয়
অতঃপর এক সাগর পুঞ্জিভূত ক্ষোভ আর ঘৃণার
অকাল দীর্ঘ শ্বাস !

রাতের পর রাত, দিনের পর দিন কেঁদে কেঁদে হয়রান হই
কেউ শুনেনি, শোনার প্রয়োজনও বোধ করেনি
কেউ কথা রাখেনি, শুকুনিরা ব্যবচ্ছেদ করে আমার অন্তরাত্মা !
এখনও পীচ ঢালা কালো পথে শহীদের রক্তের ছোপ ছোপ দাগ
দুঃখিনী মায়ের চোখের জলে মুছে যায়নি ।

ফিবছর ৮ই ফাগুন নগ্ন পদ বিক্ষেপে
শহীদের বেদীতে তোমাদের পুষ্প দান আমায় পুলকিত করে
সভায় সভায় আশ্বাসের ফুলঝুরিতে আমার নিঃশ্বাস বেড়ে যায়
অতঃপর সব কিছু ভেঙ্গে যায়, স্বপ্ন গুলো ফিকে হয়ে আসে
চেতনার বহ্নি শিখা বিশ্বায়নের উদোম হাওয়ায় মিশে !

১,০০৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

 1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  বাহ ভাল লিখেছেন তো।সুনীল এর কেও কথা রাখেনি র মত ভাল লাগল।

  সালাম, শফিউরের অতৃপ্ত আত্মারা এসেছিল কালও
  আমি কোন সদুত্তর দিতে পারিনি
  বলতে পারিনি আমি ভাল আছি

  ভাল লেগেছে লাইনগুলি।ধন্যবাদ অনেক চমৎকার কবিতাটির জন্য।ভাল থাকবেন।

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আপনাকে স্বাগতম।

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  রাতের পর রাত, দিনের পর দিন কেঁদে কেঁদে হয়রান হই
  কেউ শুনেনি, শোনার প্রয়োজনও বোধ করেনি
  কেউ কথা রাখেনি, শুকুনিরা ব্যবচ্ছেদ করে আমার অন্তরাত্মা !
  এখনও পীচ ঢালা কালো পথে শহীদের রক্তের ছোপ ছোপ দাগ
  দুঃখিনী মায়ের চোখের জলে মুছে যায়নি ।
  অনেক ভাল লাগল কবিতাটি । শুভ কামনা । ভাল থাকুন ।

 4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  না , তারা কোনদিন কথা রাখেনি,
  রাখবে ও না; কারণ তারা পলিটিশিয়ান;
  মানে………….. সেরা মিথ্যুক;

  অনেক শুভ কামনা।

 5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  মনস্তাপ ও ঝরে যাবার কবিতা–আশান্ত দেশের করুণ দিকটা সুন্দর প্রতিফলিত হয়েছে কবিতায়।

 6. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

  অনেক ভালো লাগলো কবিতাটি । ধণ্যবাদ ।

 7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  রাতের পর রাত, দিনের পর দিন কেঁদে কেঁদে হয়রান হই
  কেউ শুনেনি, শোনার প্রয়োজনও বোধ করেনি

  দুনিয়াটা আসলে কেমন যেন, আজকাল মানুষ কথা রাখতে চায় না।

 8. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  কথা রাখে কেউ না কেউ কোথাও না কোথাও
  ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top