Today 14 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

কে

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ০৪/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1158বার পড়া হয়েছে।

 

গভীর সময়ে মাঝে মাঝেই
দরজায় কড়া নাড়ে কে যেন !
ভিতর থেকে সাড়া দিই ‘কে’ ?
উত্তর পাই না ,
আর দরজা খুলতেও সাহস হয় না ।
না জানি কোথাকার কে
যদি কেড়ে নেয়
সব ধন ধ্যান যৌবন ।
আবারও দরজায় কড়া নাড়ে
সাড়া দিই ‘কে’
নিরুত্তর শব্দ বিরক্তিতে
দরজার দিকে এগোতে থাকি ;
খুলে দেখি এক ঝলক হাওয়া …
আমার ভাবনায় নিয়ে এলো  নতুন আলো ।

-০-০-০-০-০-

১,১৪২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৪৯ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

  নতুন নতুন ভাবনা প্রতিনিয়ত আমাদের দরজার কড়া নাড়ছে।
  আমরা কেউ শুনি কেউ শুনতে পাচ্ছিনা । পৃথিবী ভরে যাক আলোতে।
  অন্ধকার হোক দূরীভুত। শুভ কামনায়।ধন্যবাদ।

 2. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  সুন্দর পরিশীলিত এবং সুক্ষ অনুভূতি…চমৎকার….

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভাবনাগুলো খুব সুন্দর । সুন্দর তীক্ষ্ণ অনুভূতি। শুভকামনা সতত

 4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কে তুমি প্রেমের নাগর
  দরজায় দিলে টোকা
  দরজা খুলে দেখি
  আসলে সব ধোঁকা।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top