ক্ষমতা
এই লেখাটি ইতিমধ্যে 1027বার পড়া হয়েছে।
ক আর ষ’র যুক্তবর্ণে
হয় যে ” ক্ষ ”
আদ্যক্ষর তাই রাখলে
হয় ক্ষমতা যদিও।
এরই তলে রাজনীতি
যত্তসব স্বজনপ্রীতি,
অজ্ঞ লোকে যোগ্য সেজে
গায় বেসুরো ভোজন গীতি।
ক বলতে মুখ বাঁকায়
এদিক ওদিক শুধুই তাকায়,
খোঁচা দিলে দেমাগ দেখায়
চৌদ্দ শিকের ভাত খাওয়ায়।
জ্ঞানী ধ্যানী সেজে থাকে
বিজ্ঞ লোকেও ডরায় তাকে,
স্যার, মেমের বাহারি ডাকে
মনটা ভরে জীবন বাঁকে।
বিচারক সে বিচার করে
কথায় কথায় মিষ্টি ঝরে, .
স্বার্থের টানে মোড় ঘুরিয়ে
অযোগ্যকেই জয়ী করে।
প্রতিযোগিতার এই বাজারে
ক্ষমতার অনেক দাম,
মামা-খালু না থাকলে
চাকরির নেই নাম।
পুড়ছে মানুষ জ্বলছে দেশ
সাবাস সাবাস বাংলাদেশ,
হিংসা-বিদ্বেষ হানাহানি
এইতো চলছে বেশ বেশ।
সবই ভাই ক্ষমতার দোষ
কি আছে কত জোস!
ফ্যাভিকলের মজবুত জোড়ায়
লেগে থাকে প্রতিটি কোষ।
আমজনতা একত্রিত হও
ক্ষমতার ঘর কেড়ে নাও
অভিধান হতে বিদায় দাও
হবেনা তবে আর হাউকাউ।।
১,০১২ বার পড়া হয়েছে
খন্দকার মো: আকতার উজ জামান সুমন
পিতা: মো: আবু সাদেক খন্দকার
মাতা: ঝরনা বেগম
বর্তমান ঠিকনা: মিরপুর, ঢাকা
স্থায়ী ঠকানা: কুমিল্লা
জন্ম তারিখ: ৩ ফেব্রুয়ারী, ১৯৯৪
ধর্ম: ইসলাম
জাতীয়তা: বংলাদেশী
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শিক্ষা: বাংলাদেশ নৌবাহিনা কলেজ, ঢাকা থেকে এস.এস.সি ও এইচ.এস.সি উভয়টিতে জি.পি.এ ৫ পেয়ে উত্তীর্ন। বর্তমানে মানারত ইন্টার্ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী ডিপার্টমেন্টে অধ্যয়নরত।
আমি যে রকম :
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনষ্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
নিজেকেই কখনও হারিয়ে ফেলি আমি। জানিনা জীবনের অনেক কিছুই হয়তো তবে যতটুকু আমি অর্জন করেছি তার সবটুকুই সত্য। মিথ্যা কিছু নিয়ে আমার বড়াই নেই। এক অদ্ভুত বিষয় সর্বদাই আমাকে ভাবিয়ে তুলে তাহল কেন যেন অন্য আট দশটা মানুষের মতো সবকিছু স্বাভাবিক ভাবে মেনে নিতে পারিনা। কিছু বিষয় আমাকে বারবার স্পর্শ করে যাবেই। আমি যা বলি তার সবটাই গভীর অনুভূতি থেকে বলি তাই হয়তো আমার কথার জবাব অর্থপূর্ণ না হলে এক ধরনের অপমানবোধ কাজ করে। আমি ভাবনার অতলে প্রবেশ করে জটিল বিন্যাসে অনেক ছক আঁকি যার ফলে স্বাভাবিক দৃষ্টিকোণ হতে আমার বিষয়গুলো ভাবলে মানানসই হবে না। আমাকে ঠিক বুঝে উঠতে পারে এরকম খুব কম মানুষই আছে। আমিও নিজেকে কখনও কখনও ঠিক বুঝে উঠতে পারিনা, তাই হয়তো আমার মন খারাপের কারণ, রাগ করার কারণ অনেক সময় আমার অজানাই থাকে। আমি খুব বেশি একটা কথা বলা পছন্দ করিনা যদিও আমার ফেসবুকে পোস্ট দেখলে তা অনেকের বিশ্বাস হবেনা। বাস্তবে আমি বন্ধুদের আড্ডা, পরিবারের আলোচনায় কথা তেমন বলিনা বললেই চলে। আমি সব সময় বিভিন্ন ধরনের ভাবনায় নিমগ্ন থাকতে পছন্দ করি তাই হয়তো বাস্তব জীবনের সাথে আমার সম্পর্কটাও নড়বড়ে। আমি সহজেই মানুষকে অনুভব করে ফেলি যার ফলে খুব সহজেই কাউকে মনের গভীরতায় ঠাই দিয়ে বসি। আর এটাই কখনও কখনও আমার দুঃখের কারণ হয়ে বসে। আমি জানিনা আমার বর্তমান, জানিনা আমার ভবিষ্যৎ তবে এটুকুই বলতে পারি এক সময় সুখ আর দুঃখ দুটোই একই মনে হবে আমার কারণ আমার অনুভূতির জগতটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। আর আমার অনুভূতি নিস্তেজ হয়ে যাওয়া মানে আমার কবিতা, গল্প বিলুপ্ত হয়ে যাবে আমার সৃজনশীল কর্মের তালিকা হতে। তবে আমি থাকব একজন অবাধ্য বন্ধু হয়ে সবার মাঝেই।
প্রকাশিত বইঃ (১)সমন্বয়(কাব্য গ্রন্থ-সম্মিলিত সংকলন)
সর্বমোট পোস্ট: ২৯২ টি
সর্বমোট মন্তব্য: ৪৯৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৯ ১৬:৩০:৩০ মিনিটে
জনতা ত জাগে না
বিপ্লবি কবিতা ভাল লাগল
ক্ষমতার অনাকাঙ্ক্ষিত বাস্তবতা …
জনতার জাগরণ ঘটুক দ্রুতই।
ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো।
“ফ্যাভিকলের মজবুত জোড়ায়
লেগে থাকে প্রতিটি কোষ।”
বেশ ভাল লাগল। আরো চেষ্টা করুন – ভাল হবে।
মামা খালু না থাকলে এজগতে চাকরি হয় না , সত্য বলেছেন।
ক্ষমতা নিয়ে বাস্তবতা
বেশ বেশ
ক্ষমতা রে ক্ষমতা
দারুন ভাবনা প্রযাস
শুভ কামনা
শুভ সকাল