Today 17 Feb 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

খোঁজে ফেরা

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ২১/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1063বার পড়া হয়েছে।

এই এক একাদশী চাঁদের প্রায় অন্ধকার আলোতে
রোজই খোঁজে ফিরি তোমার নরম গতর,
যেমন মৃত সাগরে ছিপ ফেলে বসে থাকে জেলে
আমিও তেমনি
এক আকাশ বুক মেলে রাখি,
তোমার আঙুলের লাঙলে যদি প্রাণ ফিরে পায়
আমার উষর ভুমি
যদি দু চোখে নামে বাঁধ ভাঙা শ্রাবণের প্রস্রবণ!
ঝিঝি ডাকা রাত বয়ে যায়
অন্ধকারও এক সময় ঘুমায়
শুধু
আমি কাঠের পুতুলের মত চেয়ে থাকি
তোমার অপেক্ষায়!
পাথর বুক
নির্ঘুম ক্লান্তিহীন চোখ
শত কামনার, শত বাসনার চেরাপুঞ্জি!
অতঃপর
এক পাতক সময়ে জেগে উঠে বিষণ্ণ ভোর
জেগে উঠে একাকীত্বের কারাগার,
নির্লিপ্ত প্রহর
নিজেকে মনে হয় কোনো এক সুতো কাটা ঘুড়ি
এক বন্ধ্যা জংগল!!

১,১৫২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১৫ টি মন্তব্য

 1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  এক পাতক সময়ে জেগে উঠে বিষণ্ণ ভোর
  জেগে উঠে একাকীত্বের কারাগার,
  নির্লিপ্ত প্রহর
  নিজেকে মনে হয় কোনো এক সুতো কাটা ঘুড়ি

  চমতকার এক টি কবিতা ।ধন্যবাদ জসিম ভাই ।ভাল থাকবেন ।

 2. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  অশেষ কৃতজ্ঞতা আপি । ভাল থাকবেন সতত ।

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগল কবিতাটি। শুভ কামনা । ভাল থাকুন ।

 4. শাহ্‌ আলম বাদশা মন্তব্যে বলেছেন:

  আমি খুবই বিস্মিত যে, অনলাইনের লেখকদের ৯৯% এর বানানভুল আর ভুল শব্দগঠন আমাকে পীড়া দেয়।

  লেখকরা শিক্ষদের মতোন, আর তারাই যদি এমন ভুল করে, তা খুব লজ্জার আমাদের বাংলাভাষার জন্যও।

  কবিতার শিরোনামই ভুল–খোঁজে ফেরা= হবে-খুঁজে(অসমাপিকা ক্রিয়া খুঁজিয়া এর চলিতরূপ খুঁজে) ফেরা, দু চোখে=দু’চোখে, ঝিঝি ডাকা=ঝিঁঝিডাকা. অনেক ভুল ভাই অনেক

 5. শওকত আলী বেনু মন্তব্যে বলেছেন:

  ভালো লিখেছেন কবিতা ….

 6. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  সুন্দর একটি ভাব আছে কবিতা য়।

 7. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  সুলিখিত ও সুখপাঠ্য কবিতা –
  “তোমার আঙুলের লাঙলে যদি প্রাণ ফিরে পায়
  আমার উষর ভুমি
  যদি দু চোখে নামে বাঁধ ভাঙা শ্রাবণের প্রস্রবণ!”

  কবিকে এখানে পেয়ে ভাল লাগছে। আশা করি সদা সর্বদা পাশে পাবো বরাবরের মতই।
  ভালবাসা ও শুভেচ্ছা নিন কবি।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top