Today 22 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

গরুর গাড়ি

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ২৪/০৫/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1544বার পড়া হয়েছে।

গড় গড়িয়ে গরুর গাড়ি
দুই চাকাতে চলে
গরুতে টানে তাইতো একে
গরুর গাড়ি বলে ।
গরুর গাড়িতে ছই বেঁধে
নৌকার মত করে
বাপের বাড়ি যেত দাদী
সেই গাড়িতেই চড়ে ।
চার চাকার এই মোটর গাড়ি
নেইতো দেশে যখন
বউ ঝিরা নাইওর যেত
ঐ গাড়িতেই তখন ।
গাড়িয়াল যেই মনের সুখে
ভাটিয়ালী দেয় টান
ঘরের কোণে নব বধুর
মন করেরে আন চান ।
ভাবতো বধু আসবে কবে
আমাগো মিয়া ভাই
ইচ্ছে হয় তো মায়ের কাছে
উড়েই চলিয়া যাই । ।

১,৫৩৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

 1. মো: মালেক জোমাদ্দার মন্তব্যে বলেছেন:

  গড় গড়িয়ে গরুর গাড়ি
  দুই চাকাতে চলে
  গরুতে টানে তাইতো একে
  গরুর গাড়ি বলে ।…………..রহমান ভাই খুব সুন্দর কবিতা।

 2. মো: মালেক জোমাদ্দার মন্তব্যে বলেছেন:

  ছড়া টি ভাল লেগেছে।

 3. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  গড় গড়িয়ে গরুর গাড়ি
  দুই চাকাতে চলে
  গরুতে টানে তাইতো একে
  গরুর গাড়ি বলে ।

  আবহমান গ্রামবাংলার ঐতিহ্য গ্রাম বাংলার গরু গাড়ী নিয়ে কবিতা।চমৎকার হয়েছে লেখা।ধন্যবাদ রহমান ভাই।শুভেচ্ছা রইল।

 4. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে ভাই —– ।।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর

  • এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

   আপনার কবিতা আমি পড়ি খুব ভাল লাগে । আমার লেখাতো লেখা হয়না , শুধু সময় কাটাই । ভাল থাকুন ।

 6. Crown. মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল !

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল !

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মুগ্ধকর …………ভাবনা ভালো
  ভালো লিখা

  পড়ে বেশ ভালো লাগলো

  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top