গর্ব করার মত কিছুই ছিল না
এই লেখাটি ইতিমধ্যে 1014বার পড়া হয়েছে।
গর্ব করার মত কিছুই ছিল না ।
আর পাঁচজনের মত তার স্বাভাবিক চেহারা
মুখখানায় বাঙালীর ছায়া ।
সকালে ঘুম থেকে উঠে
সে রোজকার কাজ সারে আপন মনে ,
নিখুঁতের চেষ্টায় থাকে
ফাঁক থেকে যায় তবুও ।
স্ংসারের অভাবের দিনে
আধ পেটা খেতেও পারে মুখবুজে
বর্ষায় যেমন ভিজতে পারে
শীতে আড়ষ্ট অথবা গ্রীষ্মে ঘেমে নেয়ে ওঠে
পূজোর দিনেও সাংসারিক সাহচর্যে
পা ফেলতে দ্বিধা হয় না বিন্দুমাত্র ।
বই নিয়ে ব্যস্ত ছিল ছাত্রাবস্থায়
শিক্ষা কতটা পেয়েছিল বোঝা যায় নি
দিনযাপন আর বেকারের জ্বালায় ।
ফি বছরে বসন্তে তারও গায়ে হাওয়া লাগে
প্রেমের দু – চার কলি উচ্চারণ করে সে ফাগের রঙে ।
গর্ব করার মত কোনো কিছুই সে অর্জন করতে পারে নি
তবুও তার নাচত হৃদয়
মানুষ হব – আমি মানুষ হব ।
মানুষ সে হয়েছিল কি না জানা নেই
কেন না গন্ডির বাইরে সে বেরুতে পারে নি ।
১,০০৪ বার পড়া হয়েছে
অসঅম্ভব ভাল লাগা রইল দাদা
দাদা আগের অন্য পোস্ট পড়েন না যে
বাংলায় লিখতে হবে এমন বাধ্যবাধ্যকতায় তিতিবিরক্ত । পারছি না ।
খুব ভালো লাগলো।
নব বর্ষের শুভেচ্ছা।
ধন্যবাদ
গর্ব করার মত কোনো কিছুই সে অর্জন করতে পারে নি
তবুও তার নাচত হৃদয়
মানুষ হব – আমি মানুষ হব ।
দাদা, খুব সুন্দর অভিব্যক্তি, ধহন্যবাদ জানবেন।
ধন্যবাদ
চমৎকার লিখনী
………………………….
লিখা ভালো লাগলো
শুভ কামনা রইল কবি