Today 18 Jun 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“গাজাবাসীর ঈদ”

লিখেছেন: জাফর পাঠান | তারিখ: ২৯/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 598বার পড়া হয়েছে।

01.,...,

“গাজাবাসীর ঈদ”
জাফর পাঠান

আজ (২৮/০৭/ ২০১৪) সোমবার, ঈদুল ফিতর
প্লাবিত অন্তর, মুষলধারে বহে অশ্রুধারা ভিতর
পড়বোনা নতুন জামা, গায়ে মাখবোনা আতর।

আতরে ফিলিস্তিনি ভাই-বোনের, লাশ পঁচা গন্ধ
নতুন জামায় ছোঁপ ছোঁপ রক্ত, পাইনা স্বাচ্ছন্দ্য
হয়েছি মাতম উম্মাদণায় মদমত্ত, দৃষ্টিহারা অন্ধ।

গাজাবাসীর ঈদ আজ, আকাশেতে ইহুদী বাজ
বোমার ধুঁয়ায় মেঘাচ্ছন্ন আকাশ, নহে মেঘ সাজ
মৃত মার বুকে কাঁদে শিশু, নাকে বারূদের ঝাঁজ।

নিথর বাবার দেহ, মেয়ের ডাকে দেয়না সাড়া
বাবা নেয়না কোলে, যতই দেয় বাবাকে নাড়া
দেখে ভয়ার্ত চোখে বিধ্বস্ত বাড়ী, দেখে পাড়া।

নামাজরত মুসুল্লীর লাশ, রমজানে-ঈদেও লাশ
ইহুদীর নৃশংসতার সাক্ষী বাতাস-সাক্ষী আকাশ
আল্লাহর কসম, বিধি বলে তোরা হবি বিনাশ।

হালাকু বংশধরেরা, গাজাবাসীর ঈদ খেয়েছিস
টাটকা রক্ত-নারী-শিুশুর জ্যান্ত মাংস খেয়েছিস
সৃষ্টিকর্তার কসম-নিজেদের ধ্বংসকে ডেকেছিস।

গাজাবাসী অকুতোভয় জিহাদী ভাইয়েরা আমার
তোমাদের উপরে রহমত, সর্বশক্তিমান আল্লাহর
থাকলেও দূরে, বর্বর নাশে হাত তুলেছি দোয়ার।

৫৮১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
POET & JOURNALIST
সর্বমোট পোস্ট: ৬৩ টি
সর্বমোট মন্তব্য: ১৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-২৪ ০৪:০৫:৪১ মিনিটে
Visit জাফর পাঠান Website.
banner

৫ টি মন্তব্য

 1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ঈদ মোবারক । কবিতার বিষয়ে সারা বিশ্ববাসীর প্রতিবাদী হয়ে উঠা উচিৎ ।শুভ কামনা ।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  প্রতিবাদী ভাষা
  ভাল লাগল

 3. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

  খুব কষ্টের এ চিত্র।

  আপনি ভালো লিখেছেন…

 4. আজিম মন্তব্যে বলেছেন:

  আসলেই, গাজাবাসীদের পক্ষে সারা বিশ্ববাসীর প্রতিবাদী হয়ে ওঠা উচিত আজই এবং এক্ষুনি।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর লিখেছেন ।কিন্তু আমাদের দেশের অবস্থাটা দেখেন কত মানুষ মারা গেল আহারে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top