নোটিশ
গাধার বুদ্ধি
এই লেখাটি ইতিমধ্যে 1216বার পড়া হয়েছে।
হ্যাবলা গাধার রোগ ধরেছে
আহা কতো যন্ত্রণা
আস্তাবলের পণ্ডিত হাঁকায়
নেই কোনো মন্ত্রণা।
গাধার বেহাল দশা আঁচে
বৈদ্য হাঁকে ঘোড়ারোগ
ঘোড়ার গুঁতোয় বৈদ্য মরে
দুঃখে গাধা করে শোক।
গাধার গায়ে ঘোড়ারোগ
এটা কেমন হাল ?
বুদ্ধি খাঁটিয়ে গাধা কহে
ওটা বৈদ্যের চাল।
১,২০৫ বার পড়া হয়েছে
“গাধার গায়ে ঘোড়ারোগ
এটা কেমন হাল ?
বুদ্ধি খাঁটিয়ে গাধা কহে
ওটা বৈদ্যের চাল।” তাহলে গাধা দেখছি বেশ বুদ্ধিমান প্রাণি!
আমি গাধাই হবো –
মুগ্ধকর লিখনী
সুন্দর লিখা
পুরনো দিনের গল্পে গাধার অনেক বুদ্ধির কথা শুনেছি।
আজ আপনার কবিতায়ও পড়লাম।
ছন্দময় লেখা… ভাল লাগলো
শুভেছা জানবেন।
ছন্দময় লেখা… ভাল লাগলো
বেশ ভালো বলেছেন ছড়া কবিতায় ! খুব সুন্দর আর ছন্দময় লিখা ।
শুভেচ্ছা জানবেন ।
দারুন হয়েছে ছড়া
শুভেচ্ছা কবি