নোটিশ
গানে গানে কেটে যাক কিছুক্ষণ
এই লেখাটি ইতিমধ্যে 987বার পড়া হয়েছে।
মন থেকে মুছে ফেলো
মোর দেয়া যত বেদন ,
শুভ সময় ফুরিয়ে গেল
আসিল যে বিদায়ক্ষণ ।।
ক্ষণিকের তরে পাশে ছিলাম
শত ব্যথা তোমায় দিলাম ,
আমার থেকে ভাল সাথী
পাবে কত দিবা রাতি ,
আমার কথা ভুলে গিয়ে
তারে তুমি করো আপন , ঐ….।।
ছেড়ে যেতে আমি না চাই
তোমাতে থাকার ভরসা না পাই ,
মিথ্যে আশা সুখের নেশায়
এত দিনে বুঝেছি হায় ।
আমি তোমার নই আপন , ঐ …।।
১,৩০৬ বার পড়া হয়েছে
বিরহের গানে হতাশার সুর ফুটে উঠেছে।
“আমার কথা ভুলে গিয়ে
তারে তুমি করো আপন”
এটা কি কোন প্রিয়তম চায়তে পারে?
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
প্রেম বিরহের টানা পড়েন।ভাল কবিতা।
বিরহের গানে হতাশার সুর ………………….
অসংখ্য ভাল লাগা ++++++++++
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার গানের বিরহের সুর মন ছুঁয়ে গেলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
বাহ , কি চমত্কার গান !
অনেক অনেক ভাল লাগা ।
ধন্যবাদ
গান শুনে মন ভরে গেল।
তাই নাকি ?
খুব ভাল লাগলো গানটা দাৱুন
বাহ, বেশ লাগলো
খুব সুন্দর গান