Today 18 Dec 2018
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

গুচ্ছ কবিতা-০১

লিখেছেন: চারু মান্নান | তারিখ: ১৮/০৩/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 432বার পড়া হয়েছে।

পূর্বরাগ, কালান্তর


এমন দিনে,
ঝরা পাঁপড়ির পদ্মলোচন
আহাম্মকের মত হাসতে হাসতে কেঁদে ফিরে।
ফুলের রেণুর বাসন্তি আবির;
হাওয়ার টানে উড়ে উড়ে ঘুড়ে ঘুড়ে
নিষিক্ত বরণে মিলনের পূর্বরাগ।


পাখির ঠোঁটে এখন বড়ই মায়া
আমলকির ডালে টোনাটুনির বাসা বেঁধেছে
ভালোবাসায়।
গলায় পরা সাতনরী হার; চঞ্চল পায়ে নূপুর
বসন্ত দুপুর ঝিরঝিরে হাওয়া
ধূসর পালকে বিলিকেটে যায়, সুখস্পর্শ।


এমন দিনে হিয়ার টান
পিছন ফিরে,
কত দিন শুধু অনুভবে; অমানিশায় মত্ততা
সবই ফাঁকি।
সময়ের কানে কানে বেজে উঠে নতুন গান
এমনি এমনি বছর ঘুড়ে ঘুড়ে; জৈব প্রাণী কূলে ফিরেছে যৌবন
প্রকৃতির সাঁজ বার বার নতুন
অথচ কাল কালের গায়ে কালান্তর।

১৪২০@ ২১ ফাল্গুন, বসন্তকাল।

৪৪৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
=== ব্লগার,চারু মান্নান আমি কবিতা,ছড়া, গল্প লিখি,,,,,,,,,,
সর্বমোট পোস্ট: ৪৯ টি
সর্বমোট মন্তব্য: ২৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৭ ১০:৫০:৩০ মিনিটে
banner

২ টি মন্তব্য

 1. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  দারুণ হয়েছে কবিতা। চমৎকার লেখনীতে সুন্দর কাব্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কত দিন শুধু অনুভবে;
  অমানিশায় মত্ততা সবই ফাঁকি।
  সময় থাকতে বাস্তব দেখ
  ভালকরে দেখে, মেল তোমার আঁখি।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top