Today 17 Feb 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

গোলাপের লুকএ্যালাইক

লিখেছেন: রুবাইয়া নাসরীন মিলি | তারিখ: ২৩/০১/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 2632বার পড়া হয়েছে।

ফুল মানেই প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি । সাদা কিংবা রঙ্গিন সব ধরনের ফুল ই আপন সৌন্দর্যে ,সুঘ্রাণে  বিমুগ্ধ করে রাখে সবাইকে । ফুল ভালবাসে না এমন মানুষ সম্ভবত পৃথিবীতে নেই । পৃথিবীতে নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার রকমের ফুল । তবে আজকে এমন একটা ফুলের সাথে পরিচয় করাবো যে ফুলটি আমাকে প্রায়শ বোকা বানায় । আমি মাঝে মাঝেই এই ফুলটিকে গোলাপের সাথে মিলিয়ে ফেলি ।

 

2626123624_8dbf978df5

মানুষের লুকএ্যালাইক এর গল্প আমরা জানি । অনেক সময় আমরা টিভিতে দেখি বিভিন্ন বিখ্যাত মানুষের লুকএ্যালাইক দের । জমজ ভাইবোন কিংবা রক্ত সম্পর্কীয় না হয়েও একজন মানুষের সাথে আরেকজন মানুষের কি অদ্ভুত মিল । ঠিক এভাবেই প্রকৃতির অপূর্ব সৃষ্টি ফুলের রানি গোলাপের সাথে রানুনকুলাস মহাজাতের (Genus) এক ফুলের সাদৃশ্য চমকে দেবার মতই ।নামটা খটমট হলেও ফুলটা দেখতে অপরূপ সুন্দর । এর নাম হল পার্সিয়ান বাটার কাপ ।

 

red-ranunculus-flowers---wallpaper-102760

হঠাত দেখলে গোলাপ বলে ভ্রম হয় । তবে এর পাতা সহ দেখলে চেনা যায় এটা গোলাপ না ।

 

Ranunculus-asiaticus-flower

এর পাতার আকৃতি  অনেকটা গাঁদা ফুলের পাতা কিংবা ধনে পাতার মত।

 

 

RanunculusCF

সাদা ,গোলাপি ,হলুদ ।কমলা বেগুনী সহ নানা রঙের হয়ে থাকে এই পার্সিয়ান বাটারকাপ ।

900x900px-LL-d257d707_gallery7773401331394344

 

 

অনেক সময় দেখা যায় একাধিক রঙের মিশ্রন ।

 

 

2932c342f098fdbecc9d10c6e351dde9

সৌন্দর্যের কারনে এই ফুলের চাহিদাও ব্যাপক আর তাই বাণিজ্যিক ভিত্তিতে পৃথিবীর অনেক দেশেই এর চাষ হয় ।

 

 

white-Rinunculus-_Fotor-510x399

দিগন্ত বিস্তৃত পার্সিয়ান বাটারকাপ এর ক্ষেতের সামনে দাড়ালে মনে হতেই পারে এ যেন রূপকথার ফুল পরির রাজ্য ।

 

flower fields s strand s set 029

২,৫৭২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি মিলি ,ভাল লাগে বই পড়তে,ঘুরে বেড়াতে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে ।
সর্বমোট পোস্ট: ৩৮ টি
সর্বমোট মন্তব্য: ৩৯৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৯-০৩ ১৫:৫৪:৫০ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  দারুন ফুলের সম্ভার , দেখে মুগ্ধ হলাম।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  মুগ্ধ হলাম।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অসাধারণ একটা পোষ্ট ধন্যবাদ আপি

 4. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

  ভালো বিসয়বস্ত, সুন্দর লেখা ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top