নোটিশ
গ্ল্যামার
লিখেছেন:
দ্বীপ সরকার | তারিখ: ১৩/০৩/২০১৭
এই লেখাটি ইতিমধ্যে 1769বার পড়া হয়েছে।
চোখে চোখে রেখে নদী হয় অরণ্য
অরণ্যের সাপ হয় জলপ্রপাত
তিলক পড়া ঘুঙৃরের নিচে ফুলটা কি বন্য?
বুকের নিচে আমার কি যে অপঘাত।
~
কিঞ্চিত অবশিষ্ট থেকে ডুবে যায় সন্ধ্যা
তখন কে যেনো ডেকে যায় পূবালীতে
এক নারী ; গুনিয়াকুড়ি গ্রামের বন্ধ্যা
আনচান করে মন, পুড়ে খই হই বালিতে।
~
শরৎ গেলে সটান রৌদ্রের দুপুরে এসে
জলময় ঘাসগুলো চিৎ হওয়া বউ আমার
কার ঠোঁটে মিশে গেলো ভালোবেসে
ধূসর দুপুরের উঠোনে এসে দেখি- ‘গ্ল্যামার,।
~
লেখাঃ ৪/৩/১৭ইং
১,৭৪২ বার পড়া হয়েছে
লেখক সম্পর্কে জানুন | দ্বীপ সরকার
জন্মঃ
প্রকৃত নাম সরকার শহিদুর রহমান।
ছদ্ম নাম দ্বীপ সরকার। জন্ম ১৯৮১ইং, ১লা মার্চ। মুসলিম পরিবারে। বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন গয়নাকুড়ি গ্রামে। পিতা,মৃত হাবিবুর রহমান। দশ/বারো বৎসরে পিতাকে হারাই। মাতা মোছাঃ আছিয়া বেওয়া। চার ভাই। পাঁচ বোন। ভাইদের মধ্যে ৩য়।
শিক্ষাঃ
গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শিক্ষায় হাতে খড়ি। তারপর ওখান থেকে একই এলাকার দাড়িগাছা
দারুসসালাম দাখিল মাদ্রাসায় ৩য় শ্রেণীতে ভর্তি করে দেয়া হয় । এখানেই শিক্ষার মুল ধারা শুরু। ৪র্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বরাবরই ক্লাস ফার্স্ট এবং গোটা স্কুলের মধ্যে সর্বোচ্চ নাম্বার অর্জন করি। দিন রাত সমান করে পড়ার টান ছিলো। পড়া থেকে উঠিনি কোন সময়।স্কুল থেকে এসেই বই হাতে।শতবার ডেকে ডেকে ভাত খাওয়ানো। সেজন্য অনেকের বকা খেয়েছি। মাগরিব থেকে ফজর পর্যন্ত একটানা রাত জেগে পড়েছি। এরকম কত রাত কাটিয়েছি বইয়ের ওপরে তার গননা করা মুশকিল।
তকে খেলাধুলার প্রতি কোন আকর্ষন ছিলোনা এখনো নেই। স্কুলের সকল ছাত্র ছাত্রী,শিক্ষক,এলাকার সকলেই মেধাবি ছাত্র ভাবতো, এবং সম্মান করতো। একবার ৯৯% ভোট পেয়ে এজিএস নির্বাচিত হয়েছিলাম। এদিকে গান গজল হামদ নাত গাইতাম, কবিতা লিখতাম বলে সকলে শিল্পী এবং কবি বলে ডাকতো। গান গেয়ে মন জয় করতাম সকলের । বিভিন্ন অনুষ্ঠানে আমাকে দিয়ে গান,হামদ নাত গেয়ে নিতো স্যারেরা। ৬ষ্ট/ ৭ম শ্রেণী থেকে কবিতা, গান, গজল রচনা করে অনুষ্ঠানে বলতাম। এখান থেকেই ১৯৯৫ ইং সালে ১ম বিভাগে দাখিল ( মেট্রিক) পাশ করি। আশানুরুপ রেজাল্ট হয়নি বলে স্কুলের শিক্ষকগন মন ভিজাতে পারেনি। আরো বড় স্বপ্ন ছিলো তাদের।
প্রতি বৎসরে আমাকে চারটি করে পুরস্কার দিতো। ক্লাসের প্রথম,সমগ্র স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর, গান গাওয়া, রেগুলার স্কুলের জন্য।
এর পর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ থেকে ১৯৮৭ইং সালে জেনারেল সেকশনে ৩য় বিভাগে এইচ এস সি পাশ করি। কিন্ত কাঙ্খিত ফলাফল না হওয়ায় চলমান স্বপ্নের ছন্দপতন ঘটলো। পড়াশোনার প্রতি আগ্রহ কমে গেলো। তারপর সংসারে কিছুটা অর্থের দ্বৈন্যতা দেখা দিলো সংসারের ঝামেলা মাথা নিয়ে গাইবান্ধা জেলার কামদিয়া নুরুল হক ডিগ্রী কলেজে ভর্তি হই এবং ১৯৯৯ইং সালে এখান থেকে ২য় বিভাগে গ্রাজুয়েশন সম্পুন্ন করি। এর পর আর পড়াশোনার দিকে যেতে পারিনি। অদম্য সাহস এবং মেধা থাকার পরেও অর্থ দ্বৈন্যতা আর সামনের দিকে এগুতে দেয়নি।
তার পর ২০০১ ইং সালে একই গ্রামের তহমিনা খাতুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই । বর্তমানে এক মেয়ে এক ছেলে। মেয়ে,শান্তা মারিয়া শানু এবং ছেলে, মেশকাত।
সাহিত্যে আগমনঃ
ছোটবেলা থেকে একটু একটু করে লিখলেও তা বড়সড়ো করে রুপ নেয় বগুড়া লেখক চক্রের সাথে যোগ দিয়ে।
মুলত এখানেই অনেকের সঙ্গে পরিচয় ঘটে এবং স্থানীয় পত্র পত্রিকায় নিয়মিত লেখা বের হতে থাকে।
এসময় " কুয়াশা" নামে এক লিটিল ম্যাগাজিন সম্পাদনা করেছিলাম। কবিতার ফোল্ডারও বের করেছিলাম দুটি।
এর পর ধীরে ধীরে ব্লগ ফেসবুক,অনলাইন অনেক সাইটে পদচারনা।
অভিজ্ঞতাঃ
গ্রাজুয়েশন শেষ করে ২০০৫ ইং সালে একটি বেসরকারী সংস্থায় মনিটরিং এবং অডিট অফিসার পদে চাকুরিতে যোগদান করি। এখানে প্রায় আট বৎসর চাকুরি করার পর শারিরিক অসুস্থতার কারনে আর চাকুরিতে যেতে পারিনি। এই দীর্ঘ আট বৎসর চাকুরির চাপে সাহিত্য থেকে দুরে ছিলাম। কিন্ত সয়নে স্বপনে জাগরনে তিলে তিলে কবিতাকে ভালবেসেছি এবং মাথা থেকে তাড়িয়ে দিতে পারিনি একেবারে। প্রকট ইচ্ছা শক্তি
আমাকে দীর্ঘ আট বৎসর পর হলেও কবিতার কাছে নিয়ে এসেছে।
চাকুরির সুবাদে দেশের প্রায় ৬০টি জেলাসহ অনেক থানা,গ্রাম,ঐতিহাসিক স্থান,পর্যটন এলাকা ভ্রমন করার সুযোগ হয়েছে।সর্বমোট পোস্ট: ১৪৮ টি
সর্বমোট মন্তব্য: ৩৭১ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৯-৩০ ১৫:১৩:৩৮ মিনিটে
Visit দ্বীপ সরকার Website.
সর্বমোট মন্তব্য: ৩৭১ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৯-৩০ ১৫:১৩:৩৮ মিনিটে
Visit দ্বীপ সরকার Website.
২ টি মন্তব্য
ধর্ম, ধর্মীয় নেতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করে এমন কোন লেখা লিখলে কোন কারন দর্শানো ছাড়াই লেখককে ব্যান করে দেওয়া হবে। প্রথম পেজে একজন লেখকের দুটি পোষ্ট দেওয়া যাবে না। এখানে যে কোন অরাজনৈতিক লেখা প্রকাশ করা যাবে।

আপনার অর্জিত পয়েন্ট
- অর্জিত পয়েন্ট দেখতে হলে আপনাকে লগইন করতে হবে।
এ মাসে এখন শীর্ষে আছেন
- হাসান ইমতি (৪৬০)
- এই মেঘ এই রোদ্দুর (২২৫)
- দ্বীপ সরকার (১৯৯)
চলন্তিকা পরিসংখ্যান
অনলাইনে : ৪৮
নিবন্ধিত লেখক: ০
অতিথি: ৪৮
সর্বমোট নিবন্ধিত লেখক: ৪৭৬
সর্বমোট লেখা: ৯৭৭৬
সর্বমোট মন্তব্য : ৭৫৭০০
সেরা প্রদায়ক টিপস-৩
প্রতি মাসে ৫০০+ মন্তব্যকারী প্রতেকেই পাবেন ১০০ বোনাস পয়েন্ট।
সেরা প্রদায়ক টিপস-৪
বেশি বেশি পোস্ট করুন কারন প্রতি পোষ্টের জন্য ২০ পয়েন্ট পাবেন।
সেরা প্রদায়ক টিপস-৫
প্রতি শনি-সোম-বুধ এ চলন্তিকা উদ্যোগের ফেসবুক পেজে (https://www.facebook.com/cholontika/) একটি পোস্ট করা হবে। এটি যারা যারা নিজ নিজ ওয়ালে শেয়ার করবেন তারা সবাই ৪০ পয়েন্ট করে পাবেন। এভাবে কোন প্রদায়ক সহজেই প্রতি সপ্তাহে ১২০ পয়েন্ট, প্রতি মাসে প্রায় ৫০০ পয়েন্ট আর ছয় মাসে ৩,০০০ পয়েন্ট পেতে পারেন সহজেই!
সেরা প্রদায়ক টিপস-৬
মাসের ২৫ তারিখের মাঝে কমপক্ষে ২০টি পোস্ট করে ০১৯৭১৪৪৫৫৬৯ এ এসএমএস করে জানিয়ে দিলে ১০০ পয়েন্ট বোনাস পাবেন।
সেরা প্রদায়ক টিপস-৭
প্রতি শুক্রবার বিগত ৭ দিনের ১০০ বারের অধিক প্রদর্শিত ২০টি লেখার লেখককে লেখা প্রতি ৫ পয়েন্ট বোনাস দেওয়া হবে। তাই ফেসবুকে আপনার ওয়ালে কিংবা কোন গ্রুপে কিংবা ইমেইল এ আপনার লেখা প্রচার করতে পারেন। তাতে লেখা বেশি বেশি প্রদর্শিত হতে পারে। আর এভাবেই আপনার পয়েন্ট বাড়িয়ে নিতে পারেন।
গত ৭দিনে সর্বাধিক প্রদর্শিত
- No results available
সেরা প্রদায়ক টিপস-৮
বেশি বেশি মন্তব্য করুন কারন প্রতি মন্তব্যের জন্য ১ পয়েন্ট পাবেন।
সর্বশেষ ১০টি মন্তব্য
- Historicizing Ghosts: Reimagining Realities in Nineteenth Century Popular Bengali Fiction - JHI Blog on স্মৃতির পাতা থেকে (৯-২ )
- এই মেঘ এই রোদ্দুর on ওরা অন্ধ
- এই মেঘ এই রোদ্দুর on চিঠি…
- সঞ্জয় দত্ত on রেপিস্ট!!!…….
- সঞ্জয় দত্ত on রেপিস্ট!!!…….
- এই মেঘ এই রোদ্দুর on উড়িয়ে দিলাম শাড়ীর আঁচল
- vioglichfu.7m.pl on ।। জীবনের সফট কপি ।।
- http://vioglichfu.7m.pl/ on গ্ল্যামার
- vioglichfu.7m.pl on প্রতিশোধ
- http://vioglichfu.7m.pl/ on তুমি আর আমি
এই লেখকের আরও কিছু লেখা
- উভয় সংকটে জীবন
- তর্কই তর্ক
- বন্ধু তুই ভালো থাক্
- অতঃপর বোশেখ আসলো
- যে পাখি আকাশে নড়েচড়ে
- দূরের পথ সেই অনেক ভালো
- মানুষ সামাজিক দর্শন
- আমরা কেউ নিরপেক্ষ নই
- বৈশাখ এবং প্রত্যয়ের চিঠি
- সহবাস
এ ধরনের আরও কিছু লেখা
© চলন্তিকা উদ্যোগ 2021
চলন্তিকার উদ্যোগতারা হলেন- মুহাম্মদ আনোয়ারুল হক খান (বিফার্ম, এমবিএ), এমরান গনি (বিফার্ম, এমপিএইচ), শিহাব হাসান (পিএইচডি), অলিউর রহমান এমএসসি ইন কম্পিউটার সাইন্স) ও নূর-ই-জান্নাত (এমএসসি ইন জুয়োলজি)সাইট টি ডেভেলপ করেছেন:
মোঃ আনিসুর রহমান ভুইয়া
সুন্দর লিখেছেন
cialis generico http://vioglichfu.7m.pl/
Thanks a lot, Awesome stuff!