Today 01 Jun 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ঘুমপাড়ানী

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ২৫/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 677বার পড়া হয়েছে।

শিশুর ঘুমন্ত ছবি

– জসিম উদ্দিন জয়
ঘুমপাড়ানী ঘুমপাড়ানী
কোথায় গেলে আজ,
ঐ যে দেখো দূরের আকাশ
সাত রংঙের সাজ।

ছোট্ট বেলায় গান শুনিয়ে
ঘুমিয়ে ছিলাম আমি,
এখন আমি অনেক বড়
পাহাড় সমান দামী।

দু’টি চোখে ঘুম আসে না
তোমায় শুধু খুঁজি,
সমাজ সংসার জটিলতা
অনেক কিছু বুঝি।

ঘুমপাড়ানী ঘুমপাড়ানী
কোথায় গেলে পাব,
কথা দিচ্ছি আজীবন
তোমার কোলে রবো।

৬৬৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  অনায়াস , অত্যন্ত সুন্দর, মনে রাখার মত।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  সুন্দর ছড়া
  ভাল লাগল

 3. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  শিশুতোষ কবিতা, ভাল লাগলো ভাই, ভাল থাকুন।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  মাঝে মাঝে কিছু অমিল রয়েছে

  তবে ভাল লেগেছে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top