নোটিশ
ঘুড়ির ফাঁকি(লিমেরিক)
এই লেখাটি ইতিমধ্যে 314বার পড়া হয়েছে।
লাটাই হাতে এক দৌড়ে মাঠ উঠে গেল ছাদে
ঘুড়িটা মাঞ্জা কেটে বাতাসে পাক খায় অবাধে
ছোট বড় মন সব আকাশে
দেখছে লুটোপুটি রঙ ভাসে
কারখানায় বন্ধ যন্ত্রের মুখ তারই সাথে কাঁদে ।
২৯৬ বার পড়া হয়েছে
আহরে ভাই মনে করিয়ে দিলেন সেই সব স্মৃতি।
Onek dhanyabad
লাটাই হাতে এক দৌড়ে মাঠ উঠে গেল ছাদে
ঘুড়িটা মাঞ্জা কেটে বাতাসে পাক খায় অবাধে
ছোট বড় মন সব আকাশে
দেখছে লুটোপুটি রঙ ভাসে
কারখানায় বন্ধ যন্ত্রের মুখ তারই সাথে কাঁদে ।
অনেক ভাল লাগা।আজকে কমেন্টস নাই কেন ব্লগে?
কালকে বেশী কাজ করে আজ খুব ক্লান্ত আর অসুষ্থ ।
অনেক শুভেচ্ছা /ভালবাসা পোস্ট এ। ভাল থাকবেন।
Sobai post dichhe porhche kom
bhalo thakben dhonyobad
সুন্দর লিমেরিক। কিন্তু শিরোনামে বানান মিস্টেক
ঠিক করলাম
অনেক ধন্যবাদ
লাটাই ..ঘুড়ি
আর কারখানার নিয়ে বেশ সুন্দর কাব্যতা
চমৎকার লিখনী
সুন্দর জীবন মুখী লিমেরিক