Today 20 May 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ঘোর কাটেনা না স্বপ্ন বিবর

লিখেছেন: চারু মান্নান | তারিখ: ১২/০৩/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 539বার পড়া হয়েছে।

ঘোর কাটেনা না স্বপ্ন বিবর

কতদিন দেখা হয় না বসন্ত ঘন চাঁদের সাথে?
ক্ষয়ে যাওয়া চাঁদের আলো আঁধারিতে; মিথের বীজ বনেছিল সেই কবে?
অথচ দেখো নাঙা কাঠবাদাবির গাছটায়; কেমন সবুজ পাতায় ছেয়ে গেছে!
যেন অন্তরীক্ষের বাসনা পরছে চুয়ে চুয়ে।

এমন সুবোধ রাতের কোলে ঘুমানো হয় না কত কাল?
রাতে পোড়া অভিমান জুড়ে; বেনামি স্বপ্নের জাল বুনে নৈতিকতা বিভ্রমে
তেপান্তরের মাঠজুড়ে ছুটাছুটি; ম্রিয়মাণ জোনাক আলোয় কিসের নেশা যেন?
তন্দ্রা ডুবে যানান দেয় মিছে ভ্রম।

আঁধার রাতের মিনতি ঝুলে শেষ রাতের জ্যোত্স্না,
পোড়া আগুনে শিশির ঝরেছে; ক্লান্ত বাতাস শরীর ধুয়েছে
এমন কালের পথে পথে হাঁটছি নিরন্তর; যায়রে ফুড়িয়ে দেখার প্রত্যয়
ঘোর কাটেনা না স্বপ্ন বিবর।

১৪২০@১৯ ফাল্গুন, বসন্তকাল।

৫৫২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
=== ব্লগার,চারু মান্নান আমি কবিতা,ছড়া, গল্প লিখি,,,,,,,,,,
সর্বমোট পোস্ট: ৪৯ টি
সর্বমোট মন্তব্য: ২৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৭ ১০:৫০:৩০ মিনিটে
banner

২ টি মন্তব্য

  1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    স্বপ্নের স্বপ্ন বিচরণ
    বেশ সুন্দর

  2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    মুগ্ধকর লিকনী আপনার কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top