Today 19 Jan 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“ঘোমটা খোলা বায়োডাটা”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ১০/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 363বার পড়া হয়েছে।

বাহ্যিক রূপ বিচারে আমার অযোগ্যতা ষোল আনা।

দৈহিক উচ্চতায় আমি খর্বকায়।
বড্ড অভাব বাহ্যিক অলংকারের।
কুত্‍ সিত বলা নাহি হবে অন্যায়।

বিত্তবৈভবে মধ্যবিত্তের পরীক্ষিত প্রতিনিধি।
এক দশকের বাস্তব অভিজ্ঞতা।
মাথা ঢাকলে পা বঞ্চিত;
মৌলিক কাঁথার অপূর্ণতা।

মামার জোরে নই আমি পালোয়ান।
আমার আমিতে সীমাবদ্ব আমার হেডম।
জানি আমি অসম্পূর্ণ দুর্বল-
তবুও আপন হাঁটুর জোরে ফেলি কদম।

সবি তো তুমি জানতে,
আমার বায়োডাটা ছিল ঘোমটা খোলা।
কিছুটা পথ এক সাথে এসে
হঠা কেনো খুললে কটাক্ষের ঝোলা?


বিত্তবৈভবে মধ্যবিত্তের পরীক্ষিত প্রতিনিধি।
এক দশকের বাস্তব অভিজ্ঞতা।
মাথা ঢাকলে পা বঞ্চিত;
মৌলিক কাঁথার অপূর্ণতা।

মামার জোরে নই আমি পালোয়ান।
আমার আমিতে সীমাবদ্ব আমার হেডম।
জানি আমি অসম্পূর্ণ দুর্বল-
তবুও আপন হাঁটুর জোরে ফেলি কদম।

সবি তো তুমি জানতে,
আমার বায়োডাটা ছিল ঘোমটা খোলা।
কিছুটা পথ এক সাথে এসে
হঠা কেনো খুললে কটাক্ষের ঝোলা?

৪৪৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  বাহ চমত্কার কবিতা
  খুব ভালো লাগলো পড়তে
  অভিনব বিষয়
  লিখার স্টাইল সবকিছু অভিনব
  আমি এককথায় অভিভূত
  চমত্কার
  আপনার উজ্জল সাহিত্যিক জীবন কামনা করছি আব্দুল্লাহ আল মামুন দোলন

 2. আরজু মন্তব্যে বলেছেন:

  সরি নোমান ভাই আপনার নাম এ নোমান এর জায়গায় মামুন লিখে ফেলছি ভুলে এডিট করতে পারিনি

 3. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

  ঠিক আছে সমস্যা নাই।ভুল তো হতেই পারে।

 4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  এটা কি আজকের কথা
  মেয়েরা তো অর্ধেক পথে গিয়ে
  থামে , সৃুপ ইন্মোচন করে ।

  অনেক ভাল লাগা।

 5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  বিত্তবৈভবে মধ্যবিত্তের পরীক্ষিত প্রতিনিধি।
  এক দশকের বাস্তব অভিজ্ঞতা।
  মাথা ঢাকলে পা বঞ্চিত;
  মৌলিক কাঁথার অপূর্ণতা।

  মামার জোরে নই আমি পালোয়ান।
  আমার আমি‘তে সীমাবদ্ব আমার হেডম।
  জানি আমি অসম্পূর্ণ দুর্বল-
  তবুও আপন হাঁটুর জোরে ফেলি কদম।

  সবি তো তুমি জানতে,
  আমার বায়োডাটা ছিল ঘোমটা খোলা।
  কিছুটা পথ এক সাথে এসে
  হঠাৎ কেনো খুললে কটাক্ষের ঝোলা?
  _______________________________________________________
  কবিতার উপরোক্ত অংশটুকু দুইবার আসছে। ইডিট করে নিবেন।
  _______________________________________________________
  এই বায়োডাটা দিয়ে আপনার চাক‍ুরী হবে না।
  _______________________________________________________
  শিরােনামটা ”ঘোমটা খোলা বায়োডাটা”এর পরিবর্তে বাংলায় “ঘোমটা খোলা জীবন বৃত্তান্ত” দিলে ভাল হবে।

 6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  শিরনামের সাথে লেখার একটু কেমন কেমন লাগছে ।

 7. জিয়াউল হক মন্তব্যে বলেছেন:

  বায়োডাটার পুরো ফর্মূলাটা আসেনি। আসলে আরো মজা হতো।

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভাল লাগলো তবে কবি জিয়াউল হকের
  সাথে সহমত পোষণ করলাম
  শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top