Today 25 May 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চলতে চলতে

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ১১/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 893বার পড়া হয়েছে।

নিশ্চিন্তে হেঁটে যাচিছ  দু’জনে
ছায়া সুশীতল রাতের আধাঁরে,
সুনিবিড় বনতল,
কোন ভয় নেই, দ্বিধা নেই
নেই কোন সংশয়।
চলতে চলতে কার কন্ঠ ধ্বনি
তোমার নাম ধরে ডাকলো
চেনা চেনা মনে হয়
তার নাম নির্মল।
চলার শেষ হলোনা,
দুটি পথ গেছে বেঁকে
কিছুই বললে না, একা কি করে যাবো
নিস্তব্দ রাত্রির গহীন অন্ধকারে
গভীর একাকীত্ব নিয়ে
নিঃশব্দে পদধুলি এঁকে।

৯৬৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

১১ টি মন্তব্য

 1. শ্যাম পুলক মন্তব্যে বলেছেন:

  শেষ হইয়াও হইল না শেষ টাইপের কবিতা। একটা দিক বুঝাতে চেয়েছেন যা আপনি করেছেন সতর্কতার সাথে। যেন মাত্রাতিরিক্ত আবেগের ছড়াছড়ি না হয়।
  এমনি মনে হয়েছে আমার কারও সাথে বিচ্ছেদ হয়েছে সেটা আপনি মানতে পারছেন না। মানে কবিতার আমি চরিত্রটি তার চলে যাওয়ায় অসহায় বোধ করছে।
  ভাল লেগেছে কবিতা।
  শুভেচ্ছা রইল।

 2. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  বাহ! বাহ!…বিশদ, প্রাঞ্জল নির্মল বর্ননা…খুব ভালো লাগলো পুলক ভাই…ধন্যবাদ…

 3. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর একটি রোমান্টিক কবিতা। খুব ভাল লাগল।

 4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  প্রকাশ ভঙ্গিমা ভাল–পড়ে আনন্দ পেলাম।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চমত্‍কার হয়েছে আপনার কবিতা

 6. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  ওয়া চিটাগাংগা বদ্দা
  কবিতা লেখ্যুন না ধাঁধা লেখ্যুন যে ?

  ভাল লাইগ্যি কইলাম কিন্তু।

 7. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভালাবাসা জানিয়ে দিলাম।

 8. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  রোমান্টিকতায় ভরপুর কবিতা, ধন্যবাদ কবি, ভাল থাকুন।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top