Today 13 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চলো আজ বৃষ্টিতে

লিখেছেন: সাখাওয়াৎ আলম চৌধুরী | তারিখ: ১০/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 905বার পড়া হয়েছে।

চারদিকে আজ চলছে দেখ
মেঘ বৃষ্টির খেলা,
চলো মোরা দুজন মিলে
ভিজি সারাবেলা।

মেঘের ডাকে বজ্রপাতে
চমকে দেখ আলো,
তোমায় নিয়ে বৃষ্টি বেলায়
ঘুরতে লাগে ভালো।

ঘুরবো মোরা অজানাতে
যেদিক দুচোখ যায়,
পরম প্রেমের মায়ার পরশে
মাতবো ভালোবাসায়।

বৃষ্টির জলে চেয়ে দেখো
হলো সবুজ ভূবন,
মেঘ বৃষ্টির আদরে তোমায়
করব আমি আপন।

ভাসিয়ে দেবো জীর্ণ হতাশা
ঐ বৃষ্টির জলে,
নতুন করে বাঁচতে শিখবো
এসো দুজন মিলে।

17/6/14

৯৪১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২৬ টি
সর্বমোট মন্তব্য: ৬১০ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-২৩ ০৬:৩৯:৩৩ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর লেখা
  ভাল লাগল

 2. শওকত আলী বেনু মন্তব্যে বলেছেন:

  চমত্কার বৃষ্টির ছড়া… ভালো লাগলো |

 3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  অনেক সুন্দর ছড়া ——- !!

 4. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  তোমায় নিয়ে বৃষ্টি বেলায়
  ঘুরতে লাগে ভালো।
  ঘুরবো মোরা অজানাতে
  যেদিক দুচোখ যায়,

  ঘুরবো মোরা অজানাতে
  যেদিক দুচোখ যায়,
  কোন অসুবিধা নেই। অনেক প্রেমময় কবিতা। ভাললাগা। তারসাথে কবির জন্য অনেক শুভেচ্ছা। ধন্যবাদ কবি।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  চমৎকার বৃষ্টির কাব্যতা
  আর পড়তে পড়তে মুগ্ধতা জানিয়ে গেলাম
  ভাল ভাবনার প্রয়াস
  শুভ কামনা

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  বর্ষার কবিতা ভাল লাগল খুব তবে মাত্রা বিভ্রাট আছে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top