Today 11 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চলো যাই

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ১২/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 900বার পড়া হয়েছে।

spring-trees-nature-beautiful
— জসিম উদ্দিন জয় —

চলো যাই স্বপ্নপুরে বহুদূরে
পাহাড় সমুদ্র আর অচিনপুরে
পঙ্গীরাজের  রঙ্গীন ডানায় চরে
পৃথিবীর দেয়াল আর দিগন্ত জুড়ে
প্রকৃতির নীলে সীমান্ত ঘুরে ।

চলো যাই প্রশান্ত জলাশয়ের খোঁজে,
যেথায় ফুল পাখী গান দুচোখ বুঁঝে।
মেঘের ছায়া শীতল বাতাসে,
মন ছুটে বিশাল আকাশে।

চলো যাই শ্রবন মেঘের দেশে,
একতারা আর বাউলের বেশে,
রেশমী কালো রুপসী কেশে,
ঝর্না প্রকৃতি খেলা করে হেসে।

চলো যাই শুধু দু‘জনায়,
নতুর একটি পৃথিবীর সুচনায়,
যেখানে রাখালীরা গান গায়,
সুখপাখী ডানামেলে  উঁড়ে যায়।

চলো যাই সত্যের পথে,
সুন্দর আর শান্তির সপথে,
মঙ্গল প্রদিপ যাত্রার রথে,
গড়বো পৃথিবী এক সাথে।

৯০০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ছন্দময় লিখা

  বেশ ভালো লাগলো পড়ে

  র্শুভ কামনা থাকলো

 2. মাজেদ হোসেইন মন্তব্যে বলেছেন:

  কবি সবুজ আহমেদ কক্স ভাইয়ের সাথে সহমত

  শুভকামনা রইল ……

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চলো যাই সত্যের পথে,
  সুন্দর আর শান্তির সপথে,
  মঙ্গল প্রদিপ যাত্রার রথে,
  গড়বো পৃথিবী এক সাথে।

  চলো যাই………… খুব সুন্দর কথাগুলো

  অনেক ভাল লাগল
  শুভেচ্ছা কবিকে

 4. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  “চলো যাই সত্যের পথে,
  সুন্দর আর শান্তির সপথে,
  মঙ্গল প্রদিপ যাত্রার রথে,
  গড়বো পৃথিবী এক সাথে।”
  – সুন্দর প্রদীপ্ত কথামালা।
  শুভেচ্ছা কবিকে।

 5. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  চলো যাই শ্রবন মেঘের দেশে,
  একতারা আর বাউলের বেশে,
  রেশমী কালো রুপসী কেশে,
  ঝর্না প্রকৃতি খেলা করে হেসে।

  চলুন যাই ! আর কেউ না গেলেও আমি কিন্তু প্রস্তুত আছি ! সঙ্গে নেবেন তো ?
  খুব সুন্দর ছন্দময় লিখেছেন । অনেক ভালোলাগা ও শুভেচ্ছা জানবেন ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top