Today 22 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চিত্তদাহ / জাফর পাঠান

লিখেছেন: জাফর পাঠান | তারিখ: ১২/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1102বার পড়া হয়েছে।

top.watercolor_painting___tears20140313164341

চিত্তদাহ
জাফর পাঠান

কবে থেকে অব্যক্ত কষ্ট দাহে-দহি যাতনা
গগনে গুমট অরুণা-গাঁথে অরচিত অর্চনা,
হিয়ার পুঞ্জিভূত-উছল গীতল লহরীর মরমি
চকিতে ভেঙ্গে দেয়- কোন্ অভব্য সুনামী।

দুহাতে ঠেলে দিয়েছে অতল, এই মহীতল
ফিরিয়েছে বসুধার আদমকুল, দেইনি কূল,
উপর নয়-চেয়েছি চিত্ত-হয়েছিলাম ব্যাকুল
অর্থ নয়-চেয়েছি মনোবিত্তের বন্ধন অমূল।

কায়ায় নয়-ছায়ায় নয়-আবেগী মায়ায়ও নয়
হিয়ার সাথে হিয়ার প্রেম-তনে নয়-মনে হয়,
বাসর হবে নিতি-কোনো নির্দ্রিষ্ট নিশিতে নয়
হৃদয়ে হৃদয়ে মৈথুন যত হয়-হৃদয় তথা রয়।

আমি কোন্ চিত্তদাহ সহি, জানেনা তাহা মহী
জানে বিধাতা-আমি নহি-নিত্য কি দহন বহি।

১,০৮৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
POET & JOURNALIST
সর্বমোট পোস্ট: ৬৪ টি
সর্বমোট মন্তব্য: ১৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-২৪ ০৪:০৫:৪১ মিনিটে
Visit জাফর পাঠান Website.
banner

৫ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আমি কোন্ চিত্তদাহ সহি, জানেনা তাহা মহী
  জানে বিধাতা-আমি নহি-নিত্য কি দহন বহি।

  আপনার লেখা সবি অপূর্ব লাগে, ধন্যবাদ।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর উপস্থাপনা
  অসাধারণ প্রকাশ
  খুব ভাল লাগল ।

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  সুন্দর ছন্দময় লিখনী

  পড়ে ভালই লাগলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top