Today 31 Mar 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চিরকুট স্বপ্ন

লিখেছেন: নুরুজ্জামান মাহ্‌দি | তারিখ: ১৫/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 845বার পড়া হয়েছে।

চিরকুট স্বপ্ন

                          নুরুজ্জামান মাহ্‌দি

 

সন্ধ্যাতারা নিভে গেছে
চলছে অচিন গন্তব্যের আয়োজন।
ঘুমন্ত নগরীতে জেগে আছে
শুধু এক স্বপ্ন।

স্বপ্ন দেখা স্বপ্ন দেখে
স্বপ্নে দেখি তারে।
কোন এক ভোরে
ঘুম হতে জেগে দেখি একি!
বালিশের পাশে লাল গোলাপ
আর এক চিরকুট ।

যদি তুমি বিশ্বাস কর
নিশ্চয়ই ভালবাসি।

৮৯৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ভালবাসা ভালবাসতে ভালবাসি
সর্বমোট পোস্ট: ৩০ টি
সর্বমোট মন্তব্য: ১৩৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৩ ১০:৩০:৫৭ মিনিটে
Visit নুরুজ্জামান মাহ্‌দি Website.
banner

৬ টি মন্তব্য

 1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  বেশতো ভাল লাগল । লিখে যান অবিরত । শুভ কামনা ।

 2. আরজু মন্তব্যে বলেছেন:

  বাহ ছোট একটা চিরকুট স্বপ্ন।ছোট একটা কবিতা।

  আমি ও দিয়ে গেলাম ছোট চিরকুট কবির কথা থেকে কোট করে

  যদি তুমি বিশ্বাস কর
  নিশ্চয়ই ভালবাসি।
  তোমার কবিতা।
  অনেক সুন্দর।

 3. আহমেদ নিরব মন্তব্যে বলেছেন:

  নিশ্চয়ই ভালবাসি ?
  সন্দেহ হয়! দুষ্টুমি করলাম। সত্যিই ভাল লিখেছেন ভাই।

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সন্ধ্যাতারা নিভে গেছে
  চলছে অচিন গন্তব্যের আয়োজন।
  ঘুমন্ত নগরীতে জেগে আছে
  শুধু এক স্বপ্ন।
  সুন্দর কথাগুচ্ছ !

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ইশ এমন পেলে তো ভালই লাগল । কবিতায় অনেক ভাল লাগা

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কবিতা ইজ ফাইন
  ভেরি ফাইন
  ভালো লাগা জানিয়ে গেলাম

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top