Today 05 Mar 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চিরজীবী নিরো

লিখেছেন: আহসান হাবীব সুমন | তারিখ: ২৪/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 947বার পড়া হয়েছে।

বহু অনুসন্ধানের পর তথ্যটা সম্পর্কে নিশ্চিত হওয়া গেল যে , সম্রাট নিরো আসলে এখনও মরেন নাই ! বেঁচে আছেন বহাল তবিয়্যতে । বরং তিনি এখন আরো বেশি কর্মক্ষম  হয়ে দাবড়ে বেড়াচ্ছেন সমস্ত বিশ্ব জুড়ে ! আর তাইতো আজও যখনই পৃথিবীর যে কোন প্রান্তেই পুড়তে শুরু করে কোন রোম , তৎক্ষনাৎ তিনি হাতে তুলে নেন তার প্রাণপ্রিয় বাঁশিটি । অবলিলায় ডুবে যান নিজেরই সৃষ্ট সুরের মায়াবী মূর্ছণায় !!!!

১,০২১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৪০ টি
সর্বমোট মন্তব্য: ২৮৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-২৭ ০৭:০৩:১৭ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  যে সকল উক্তি বা প্রবাদ মানুষের মুখে মুখে ফিরে তার তো মৃত্যু নেই । কাজেই নিরোর মৃত্যু ওয়ার সম্ভাবনা নেই । ভাল থাকুন ।

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  নিরো সমন্ধে আমি তেমন কিছু জানি না

 3. আহসান হাবীব সুমন মন্তব্যে বলেছেন:

  নিরো প্রাচীন রোমের একজন স্বৈরশাসক ছিলেন ! যার অন্যতম শখ ছিল বাঁশি বাজানো । ইতিহাস বলছে , রোম যখন জ্বলে পুড়ে নিঃশেষ হচ্ছিলো বিদ্রোহের আগুনে ( বাস্তবিকই আগুন লাগিয়ে দেয়া হয়েছিল ) তখনও তিনি প্রাসাদে বসে বাঁশি বাজচ্ছিলেন আর দূর থেকে দেখছিলেন রোম নগরীর পুড়ে যাওয়া ।
  আমার মনে হয় সেই নিরোর প্রেতাত্বা এখন ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশে ! @ এই মেঘ এই রোদ্দুর

 4. আহসান হাবীব সুমন মন্তব্যে বলেছেন:

  তাইতো মনে হচ্ছে । ধন্যবাদ রহমান ভাই

 5. আরজু মন্তব্যে বলেছেন:

  নিরো ছিলেন খেয়ালী একজন স্বৈর শ্বাসক। যখন রোম নগরী পুরা আগুনে জ্বলছিল তখন নাকি তিনি বাশি বাজাচ্ছিলেন।তিনি নিজেও পালিয়ে যাননি বা কাওকে বাচানোর চেষ্টা করেননি। ধন্যবাদ সুমন নীরোর কাহিনী নিয়ে লিখার জন্য। এই ঘটনা আমার কাছে অনেক ইন্টারেষ্টিং লাগে। তুমি ঠিক ই বলছ নীরোর প্রেতাত্মা মনে হয়ে আমাদের পলিটিশিয়ান দের কাছে অবস্থান করছে চলে যায়নি ।

 6. আহসান হাবীব সুমন মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ আরজু

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  নিরো সমন্ধে কিছু জানলাম ।

 8. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  পড়লাম ভাই।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top