Today 01 Dec 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চুম্বন বিষয়ক~

লিখেছেন: হরিশঙ্কর রায় | তারিখ: ২৬/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 943বার পড়া হয়েছে।

একবার না-হয় একটা দিয়ে’ই ফেললে , ক্ষতি কী তাতে !
যে দীর্ঘশ্বাস জুড়ে প্রেম নেমে আসে মর্ত্যলোকে,
ঈশ্বর আড়ালে থেকে দেখে যায় সবকিছু ;
তোমার অধর, চিবুক, কপোল সব বেদখল হয়ে গেছে বলে-
শুধু লজ্জাটুকু ভেঙে ফেলে
একবার না-হয় দিয়ে’ই ফেললে, ক্ষতি কী তাতে !

তোমার দু’চোখ ভরা ছলোছলো জল-
ক্ষোভে, অভিমানে, অপমানে, দুঃখে এবং না-পাওয়ায় ;
প্রাপ্তি বা অপ্রাপ্তির মাঝামাঝি দাঁড়িয়ে তুমি একাটা চুম্বন এঁকে দাও-
আর তোমায় ছুঁয়ে দিতেই
ভেসে আসছে উত্তরে হাওয়া ;
তারপর আমি তোমার ললাটে মধ্যবিন্দু বরাবর তৈরী করে দিই-
স্বগ-মর্ত্য-পাতাল ।

২৫ নভেম্বর, ১৪ ॥
কৃষ্ণকুঞ্জ, রংপুর ॥

৯৩০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকার প্রত্যাশায়...
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ১৮৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-০১ ০৩:০০:৪৩ মিনিটে
Visit হরিশঙ্কর রায় Website.
banner

৩ টি মন্তব্য

 1. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

  খুব ভালো লাগলো ভাই।

 2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  প্রাপ্তি বা অপ্রাপ্তির মাঝামাঝি দাঁড়িয়ে তুমি একাটা চুম্বন এঁকে দাও-

  সুন্দর, ভালো লাগলো কবি ভালো থাকুন।

 3. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

  অনেক অনেক ধন্যবাদ দাদা দ্বীপ সরকার ও দাদা সহিদুল ইসলাম

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top