Today 23 Apr 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

চুরমার

লিখেছেন: ওয়াহিদ মামুন | তারিখ: ৩১/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 815বার পড়া হয়েছে।

দৃষ্টির সীমানা দিয়ে সে হেঁটে যায়
যেন বুলিয়ে দিয়ে যায়
তপ্ত দিনে হিমেল বৃষ্টির ঝাপটা
কাঁপুনি ওঠে পাহাড়ের চূড়ায়
আর উপত্যকায়
নিস্তরঙ্গ সরোবরে ওঠে চঞ্চলতার ঢেউ।

মনের উঠোন সাজিয়ে রাখে স্বপ্ন বুনে
পদভারে তার ঝরাবে আজন্ম সঞ্চিত বিষ
উদরপূর্তি, শয়ন, নিদের নিশ্চিন্ততা
সিঁথির তলে পাঠায় সতর্ক সংকেত
অনতিদূরে রক্তিম শিকল, ডর জাগানিয়া হুংকার
রাখে নিশ্চল, বন্দি করে।

স্বপ্নের পদযুগল ফেলে পারঙ্গম চাষি ইঙ্গিতে ডাকে
নিষ্ফল সাড়া গুমরে মরে চার দেওয়ালে
সিংহ-সিংহীর ভয়ে
দোসর ধরে আনে মাঠ ঘাট হতে পাপ মস্তিস্কে
আদিম থাবা ফাটিয়ে ফেলে নাড়ি ছেঁড়া তবলা।

বাঘ-বাঘিনীর উঁচু গলা নীচু হয়, দম্ভ হয় চুরমার
অতঃপর
পড়তে দেয় অদৃষ্টের প্রতিবাদরুদ্ধ নোনা জলের পাতা।

৯০১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাড়ি পাবনা জেলায়। বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কর্মরত। মানুষের মানুষ থাকা ও মানুষ হয়ে ওঠার জন্য পড়াটাই বোধ করি সবচেয়ে বেশী প্রয়োজন। তাই আমি বই পড়া ভালোবাসি।
সর্বমোট পোস্ট: ৩৫ টি
সর্বমোট মন্তব্য: ২৮৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১৮ ০৪:১২:৫১ মিনিটে
banner

১৮ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  অনেক সুন্দর হয়েছে কবিতাটি।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  চমৎকার কবিতারে ভাই
  খুব ভাল লাগলো

 3. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

  ভাল লাগা জানানোর জন্য অশেষ ধন্যবাদ।

 4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  চমৎকার কবিতারে ভাই
  খুব ভাল লাগলো

 5. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  দারুন লাগল আপনার কবিতা

 6. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে–ধন্যবাদ।

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতাটি চমত্‍কার হয়েছে

 8. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

  আপনাকে অশেষ ধন্যবাদ।

 9. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “স্বপ্নের পদযুগল ফেলে পারঙ্গম চাষি ইঙ্গিতে ডাকে
  নিষ্ফল সাড়া গুমরে মরে চার দেওয়ালে
  সিংহ-সিংহীর ভয়ে
  দোসর ধরে আনে মাঠ ঘাট হতে পাপ মস্তিস্কে
  আদিম থাবা ফাটিয়ে ফেলে নাড়ি ছেঁড়া তবলা।”
  চমৎকার

 10. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

  অশেষ ধন্যবাদ।

 11. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  নিস্তরঙ্গ সরোবরে ওঠে চঞ্চলতার ঢেউ।
  এভাবেই ঢেউগুলি মিলিয়ে যাবে, জানবেনা কেউ।

 12. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ।

 13. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

  ভালোলাগা রইল

 14. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  চমৎকার লিখনী
  চমৎকার কাব্যতা
  দারুণ শব্দ গাথুণী বাক্য গঠণ
  প্রতি পংক্তিতে মুগ্ধতা

  ভালো লাগলো
  শুভ কামনা
  কাব্যতায় মুগ্ধ হলাম পড়ে …………
  দারুন ভালো কাব্য

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top