নোটিশ
চোখ
এই লেখাটি ইতিমধ্যে 1618বার পড়া হয়েছে।
তোমার চোখ বড় মায়াবী চমত্কার !
আঁখির তারা দুটি যেন হুতম পেঁচার
ঐ চোখে দেখিতাম সদা রবির কিরণ
পূর্ণতা সোহাগী প্রেমাকর্ষণ ।
চোখ নয় যেন দুটি শুক তারা
পলকে পলকে হয়ে যাই দিশহারা ;
ভ্রু দুটি কৃষ্ণ গোলাপের পাপড়ি
মন কেড়ে নেয় দিবা শর্বরী ।
আঁখির কৃষ্ণ পত্র তোমার
অভ্রে কাজল মেঘের যেন দ্বার ;
নহে ছোট নহে ডাগর
দৃষ্টি যেন সুখ গহবর ।
হেরিলে কেহ ফেরে না তো দৃষ্টি
জীবন ভর দেখিতে হয় মোহ সৃষ্টি ;
তোমার এ চোখ স্রষ্টার প্রেমে গড়া
তাই প্রেম প্রীতি সোহাগে ভরা ।
ভাবিনি কভু আড়ালে রহিছে তার
স্বার্থপর মাউন্ট এভারেস্ট পাহাড় ;
অহমিকা তার প্রশান্তের ন্যায়
করেছে মোরে যত রকম হেয় ।
ঐ চোখে লুকিয়ে এতই যাতনা
ছিলনা তো কভু মোর কল্পনা ;
ছলনাময়ী চোখ কেড়ে নিছে মোর সবি
আমি হেরিছিলাম তার বাহ্যিক ছবি ।
১,৭৩৩ বার পড়া হয়েছে
Tags: হুমায়রা হিমি
যে চোখে দেখেন এত ছলনার পাহাড়
তার দিকে তাকানোর কি এত দরকার?
কবি , কবিতার ভাষা হয়ে গেলো বিপরীত মূখী।
তবু ও ভাল লাগা
ঐ চোখে লুকিয়ে এতই যাতনা
ছিলনা তো কভু মোর কল্পনা ;
বুঝতে পেরেছেন ?
প্রথমে আকর্ষণ অতঃপর বিনর্জন। আকর্ষন অংশটুকু আমার বান্ধবীর সাথে মিলে গেছে। সুপার স্যালুট বস।
কবি ভাই ,
বস বললে ভাল লাগেনা ।
ভাল লাগল কবিতা । ভাল থাকুন ।
ভাল লেগেছে শুনে ভাল লাগছে ।
ভাল থাকুন এই প্রত্যাশা করি ।
এটি আপনার শততম পোষ্ট। অভিনন্দন আপনাকে।
ধন্যবাদ আমির ভাই ।
প্রিয়ার সৌন্দর্যের বর্ণনা। ভাল লিখেছেন।
সৌন্দর্য্যের পর অসৌন্দর্য্যের প্রকাশ করেছি সে অংশটুকু মনে হয় পড়া হয়নি ।
খুব সুন্দর নিটোল প্রেমের কবিতা….ভালো লাগলো…
একেবারে প্রেমের কবিতা নয় ।
প্রেম বিরহের কবিতা।বেশ ভাল লেগেছে।সুন্দর লেগেছে।
ভাল লেগেছে শুনে ভাল লাগছে ।
ভাল থাকুন এই প্রত্যাশা করি ।
চোখের সুন্দর বৈশিষ্ট্য ফুটে উঠেছে কবিতায় ।
চোখ দু রকম প্রেমময়ী ও ছলনাময়ী সুন্দর বর্ণনা করেছেন ।
চমত্কার !
অসংখ্য ভাল লাগা জানালাম ।
আসলেই আপনি একজন সমালোচক ।
এই কবিতার মূলভাব বুঝতে পেরেছেন । তাই অসংখ্য ধন্যবাদ ।
হয়তো এমন মায়াবী চোখ দেখেই জীবনানন্দ বনলতাৱ চোখ কে বলেছেন, “চোখ তাৱ শ্ৰাবস্তিৱ কাৱুকার্য”
ভাবিনি কভু আড়ালে রহিছে তার
স্বার্থপর মাউন্ট এভারেস্ট পাহাড়,
আমি স্বার্থপর মানুষকে প্রচণ্ড ঘৃনা করি।