জবাব দিতে হবে
এই লেখাটি ইতিমধ্যে 888বার পড়া হয়েছে।
বিদগ্ধ মোর বঙ্গমাতা শুনবে কি গো আজ
অভাগাদের কষ্ট গাথার করুণ আহাজারি!
আজ মা তুমি সেজেছ কি এমনই বধির!
রক্ত নেশা তোমার হয়েছে কি ভারি!
রক্ত চাই তোমার – শুধু তাজা লহু
ঝরে প্রাণ ঝরুক না, যতই হোক তা বহু!
দু’লাখের ইজ্জত বলি, তিরিশ লাখের প্রাণ
ঝরিয়ে হয়েছিলে তুমি মুক্ত বীরাঙ্গনা।
স্বাধীন হবার স্বপ্ন কি মা এমনই ছিল তবে;
আগুন পাখায় চড়ে মোরা করব যুদ্ধ আজো
অকাতরে খেলতে হোলি ওই ক্ষমতার তরে!
মানুষ তবে নয় কি কোন কিছু, ক্ষমতাই সার?
ভ্রষ্টনীতির পাশা খেলায় গণতন্ত্র গেছে দূর
মানবতার নেই কো ছায়া, নেই তো অধিকার
দুর্নীতি আর মিথ্যা বুলির দেখি জয় জয়কার!
মায়ের জাত তো মায়াবতী, দেখি একি ছবি –
সেকি কুহকিনী মায়া; স্ব-সন্তান বিনে ভাসে না চোখে
আর সন্তানের ছায়া! নয় দরদী জনতা পঙ্গপালেও?
আমার ভাইয়ের রক্তে রাঙিয়েছ মানচিত্র তোমার
তবু কেন বাঁচার তরে এত যুদ্ধ হলাহল মা গো?
হিংসায় লুটাই, করি হানাহানি মারতে আপন ভাই?
জন্ম শুধুই দিয়েছ মোদের, মানুষ তো করনি?
বোমার ঘাতে আজ যে শিশু হচ্ছে খান খান
স্বপ্ন ভেঙ্গে হয় চুরমার, এ দায় ব’ল মাকার?
জাল পরা বাসন্তী মা নিয়েছে বিদায় বহু আগেই
তবু কেন ঝুলে আজো ফালানীরা কাঁটাতারে
উদ্বাহু ডানা মেলে ঝলমলে জামা গায়?
ক্ষমতা ছাড়া আজ যাদের নেই কোন হুঁশ
হুঁশিয়ার বল তাদের; এ গনেশ উল্টে যাবে, রুখে যদি
ফুঁসে উঠে আম-জনতা, জবাব তাদের দিতেই হবে।
————————————-
বিশেষ দ্রষ্টব্যঃ জানুয়ারী-ফেব্রুয়ারী, ২০১৫ – দেশজুড়ে যে ‘জ্বালা-পোড়া’র রাজনীতি চলছিল, কবিতাটি তখনকার লেখা। ভুলবশত তখন আর পোস্ট করা হয় নি।
৮৯৬ বার পড়া হয়েছে
হুশিয়ার বল তাদের; এ গনেশ উল্টে যাবে, রুখে যদি
ফুঁসে উঠে আম-জনতা, জবাব তাদের দিতেই হবে।
কবিতা পড়ে পড়তে মানে হলো বিদ্রোহের ঢাকে সারা দিলাম।
অনেক সুন্দর শুবেচ্ছা জানবেন কবি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা জানবেন কবি।
ভালো ভাবনা র প্রয়াস
সুন্দর লিখনী আপনার
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাইস
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা রইল কবি।
কবে যে এমন রাজনীতি দেশ থেকে বিতাড়িত হবে আল্লাহই। জানেন
অসম্ভব সুন্দর লেখা
ভাল লাগায় ভরপুর
শুভেচ্ছা কবিকে।
বেশ ক’দিনের বিরতির পর কবিকে দেখছি!
ভাল আছেন তো? ভাল থাকুন।
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ।
খুব ভাল আর বেশ বড় কবিতা । মুক্তিযুদ্ধ, ভাষা দিবসের ত্যাগ-তিতিক্ষার বিষয়ের সাথে জেগে উঠেছে কিছু প্রশ্ন ! যে প্রশ্নগুলি সকল দেশপ্রেমী আর বিবেক বোধসম্পন্ন মানুষের ক্ষেত্রে এক ও অভিন্ন । খুব ভালো লাগলো কবিতা । শুভেচ্ছা জানবেন ।
ব্লগ সাইটের জন্য ত্রিশ লাইনের কবিতা একটু বড় বৈকি।
আমি সচরাচর ২-২৫ লাইনে সীমাবদ্ধ রাখতে চাই।
এটা কিভাবে যেন হয়ে গেল। এরপর অবশ্যই খেয়াল লাখব। ধন্যবাদ।
সান্ধ্য শুভেচ্ছা জানবেন।